ছবি: সংগৃহীত
নির্মাণ ত্রুটির কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকায় বিএমডব্লিউ যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ৯১ হাজারের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে।
যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে, সেগুলোর মধ্যে ২০১৮ সালের এক্স-৩ এসইউভি থেকে ২০২৩ সালের মডেলও রয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিলাররা গাড়ির পেছনের কার্গো রেইল বোল্ট বদলিয়ে দেবে। কোম্পানি ৩০ আগস্ট থেকে গাড়ির মালিকদের কাছে এ ব্যাপারে নোটিশ পাঠাতে শুরু করবে।
বিএমডব্লিউ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের নথিপত্রে বলা হয়েছে যে দুর্ঘটনার সময় গাড়িতে লাগানো অংশটিটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
নথিটিতে বলা হয়, একটি ২০২২ বিএমডিব্লউ এক্স৩ পেছনের দিকে ভয়াবহ দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার পর বিএমডব্লিউ ২০২২ সালের আগস্টে সমস্যাটি দেখতে পায়।
ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়েছিল কিনা তা জানা যায়নি।