
ছবি: সংগৃহীত
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের জনপ্রিয়তা এ যাবতকালের সর্বনি¤œ পর্যায়ে নেমে গেছে। সিনা কলেজের জরিপে দেখা যায়, এম্পায়ার স্টেটের মাত্র ৩৮ ভাগ ভোটার তার পক্ষে আছেন, আর ৪৯ ভাগ বলেছেন, তারা গভর্নরের কাজে সন্তুষ্ট নন। গত সপ্তাহে জরিপটি চালানো হয়েছিল।
জরিপে অংশ নেয়া রিপাবলিকানদের ৮১ ভাগ বলেছেন, তারা গভর্নরের কাজকে অনুমোদন করছেন না।
এমনকি তিনি তার নিজের ল’ ডেমোক্র্যাটরে কাছ থেকেও বিশাল সংখ্যায় সমর্থন পাচ্ছেন না। মাত্র ৫৬ শতাংশ বলছেন, তারা তার প্রতি অনুকূল রয়েছেন।
তিনি নিরপেক্ষ এবং তৃতীয় দলের ভোটাররে কাছেও পছন্দের লোক হিসেবে গণ্য হচ্ছেন না। জরিপে ৬১ ভাগ তার বিপক্ষে মত দিয়েছেন।
সিনা জরিপের মুখপাত্র স্টিভ গ্রিনবার্গ বলেন, ‘যখন হোকুলের বিভিন্ন বৈশিষ্ট্য সামনে আসে, তখন তখন দুই ভাগে বিভক্তি দেখা যায়। একভাবে থাকে ডেমোক্র্যাটরা। অন্যভাবে রিপাবলিকানদের সাথে যোগ দেন নিরপেক্ষরা।’
সিনা জরিপে উপর্যুপরি দ্বিতীয় মাসের মতো হোকুলের এপ্রুভাল রেটিং ৩৮ শতাংশে দেখা গেল।
গত বছর তার জনপ্রিয়তা ছিল ৪০ ভাগের ওপর। আর জানুয়ারিতে তা সর্বোচ্চ ৪৫ শতাংশে পৌঁছেছিল।
আরো খারাপ খবর হলো, হোকুলের জনপ্রিয়তা প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও কম। বাইডেনকে ৪২ ভাগ লোক পছন্দ করেছেন। ২০২২ সালে নির্বাচনে জয়ের পর দ্বিতীয় বছরে দায়িত্ব পালন করছেন গভর্নর।
তিনি গভর্নর অ্যান্ড্রু কোমোর পদত্যাগ করার পর ২০২১ সাল থেকে ওই পদে রয়েছেন।
সিনা জরিপে নিউইয়র্কের নিবন্ধিত ভোটারদের ৮০৫ জনের কাছ থেকে জবাব গ্রহণ করা হয়।