রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সুখবর দিয়েছে রেডফিন

২০২৪ হতে পারে বাড়ি কেনার ভালো সময়

নবযুগ ডেস্ক 

আপডেট: ২১:৫৬, ৮ ডিসেম্বর ২০২৩

২০২৪ হতে পারে বাড়ি কেনার ভালো সময়

প্রতিকী ছবি

বাড়ি কেনার স্থবিরতা কেটে যেতে পারে ২০২৪ সালে। এ ব্যাপারে সুখবর দিয়েছে রেসিডেনশিয়াল রিয়েল এস্টেট ব্রোকারেজ রেডফিন।
প্রতিষ্ঠানটি তাদের বছর শেষের পূর্বাভাসে জানিয়েছে, সম্ভাব্য বাড়ি ক্রয়কারীদের জন্য বিপর্যয়কর আবহাওয়া কেটে দিয়ে ভালো অগ্রগতির খবর পাওয়া যাবে নতুন বছরে।

প্রতিষ্ঠানটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, মহামারি-চালিত মুদ্রাস্ফীতি শেষ হয়ে যাওয়ার পথে রয়েছে, মর্টগেজ হার কমে আসছে, এবং আরো বেশি লোক তাদের বাড়ি বিক্রি লিস্টে ওঠাচ্ছে। সবাই নতুন ক্রেতাদের জন্য সুখবর।

রেডফিন ধারণা করছে, ভোক্ত-বান্ধব পরিবর্তন আসতে যাচ্ছে। 

অবশ্য, অপেক্ষাকৃত বড় অ্যাপার্টমেন্ট এবং বাড়ির জন্য ২০২৪ সালটি তত ভালো নাও হতে পারে। রেডফিনের মতে, এসব বাড়ির চাহিদা এত বাড়বে যে সরবরাহকারীরা তার সাথে তাল মেলাতে পারবে না।

তবে অপেক্ষাকৃত ছোট ভাড়া ইউনিটগুলো বাজারে ব্যাপকভাবে আসতে পারে।

প্রতিষ্ঠানটি জানায়, ২০১৯ সাল থেকে অপেক্ষাকৃত ছোট অ্যাপার্টমেন্ট নির্মাণকারীরা পরিবার-বান্ধব ভাড়া ইউনিটে তাদের বিনিয়োগ বাড়াবে। আর তা ২০১৫ সালকেও প্রভাবিত করবে।

শেয়ার করুন: