রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ক্যালিফোর্নিয়ার সেফ ডিপোজিট

এফবিআইয়ের জব্ধ করা ৮৬ মিলিয়নের সিদ্ধান্ত

হেলিম আহমদ

প্রকাশিত: ২১:৪৮, ৮ ডিসেম্বর ২০২৩

এফবিআইয়ের জব্ধ করা ৮৬ মিলিয়নের সিদ্ধান্ত

ফাইল ছবি

ক্যালিফোর্নিয়ার একটি সেফ ডিপোজিট কোম্পানিতে হানা দিয়ে শত শত লোকের সারা জীবনের সঞ্চয় জব্দ করেছিল এফবিআই। দুই বছর পর সম্পদ হারানো ব্যক্তিরা এখন বিচার চাইছেন।

অর্থ পাচারের অভিযোগে এফবিআই বেভারলি হিলসের সেফ ডিপোজিট বাক্সগুলো থেকে কার্টিয়ার ব্রাসলেট, রোলেক্স ঘড়ি, নগদ অর্থ জব্দ করেছিল। তবে এসব বাক্সের অনেক মালিকই কোনো ধরনের অপরাধের সাথে জড়িত ছিলেন না।

তারা তাদের সম্পদ উদ্ধারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন। নবম সার্কিট কোর্ট অব আপিলস উভয় পক্ষের বক্তব্য শুনে রায় দেবেন।
ইনস্টিটিউট ফর জাস্টিসের আইনজীবী রব জনসন সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আদালত সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের স্বীকৃতি দেবে। এফবিআই যা করেছে, তা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন।’

এফবিআই ২০২১ সালের ২২ মার্চ ইউএস প্রাইভেট ভল্টস থেকে প্রায় ১,৪০০ সেফ ডিপোজিট বক্স জব্দ করে। কোম্পানিটির বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ আনা হয়।

এফবিআইয়ের অ্যাজেন্টরা বাক্সগুলো থেকে প্রায় ৮৬ মিলিয়ন ডলার নগদ অর্থ ছাড়াও মূল্যবান অলংকার, স্বর্ণের বার, মুদ্রা এবং অন্যান্য সামগ্রী নিয়ে যায়। ওই বছরের মে মাসে এফবিআই এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে।

কিন্তু এখানে সঞ্চয়কারীদের অনেকে কোনো ধরনের অপরাধে জড়িত ছিলেন না। তারা তাদের মালামাল ফেরত দেওয়ার জন্য আদালতের সাহায্য কামনা করেন।

শেয়ার করুন: