
প্রতিকী ছবি
বাড়ি কেনা ক্রমবর্ধমান হারে চ্যালেঞ্জের কাজ হয়ে ওঠলেও একটি নির্দিষ্ট বয়স গ্রুপের কাছে অনেক বেশি তাৎপর্যপূর্ণ ব্যাপারে পরিণত হয়েছে।
এক জরিপে দেখা যাচ্ছে, অন্য যেকোনো প্রজন্মের তুলনায় মিলেনিয়ালরা বাড়ি ক্রয় করতে অনেক বেশি আগ্রহী। ব্যাংক অব আমেরিকা হোমবায়ার ইনসাইটস রিপোর্টে বলা হয়েছে, মিলেনিয়ালদের কাছে বাড়ি কেনা একই বয়সের তাদের মা-বাবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার বিবেচিত হচ্ছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, অর্থনৈতিকভাবে বাড়ি ক্রয় এখন আগের চেয়ে কঠিন হলেও তাদের আগ্রহ কমছে না। বিশেষ করে বন্ধকী হার বাড়াসহ নানা প্রতিবন্ধকতার মুখে তাদের বাড়ি কেনতে চাওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়।
জরিপে দেখা যায়, মা-বাবাদের তুলনায় ৫৮ ভাগ মিলেনিয়াল বাড়ি কেনায় আগ্রহ দেখিয়েছে। অথচ বেবি বুমারদের মধ্যে বাড়ি কেনার আগ্রহ দেখা যায় মাত্র ২৬ ভাগের মধ্যে।
খুব সম্ভবত বাড়ি কেনা কষ্টকর হওয়ার কারণেই তাদের মধ্যে এটি আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে।
তাদের এই আগ্রহ বাড়ার পেছনে ইন্ধন দিচ্ছে সম্ভবত ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক মিডিয়া।
অ্যাসেন্ড পিআরের সিইইও এলেনা নুনেজ কুপার বলেন, সামাজিক মাধ্যমে ‘ইনস্ট্যান্ট মিলিয়নিয়ারদের’ বড় বাড়ি, সুপার কার, দৃশ্যত অসীম সম্পদ’ নিয়ে ‘নিখুঁত জীবনযাপনের’ দৃশ্য মিলেনিয়ালদের বাড়ি যাওয়ার বড় বাড়িতে যাওয়ার প্রবণতা সৃষ্টি করেছে।
তিনি বলেন, এমনকি কোনো মিলেনিয়াল যদি সামাজিক মাধ্যম থেকে দূরেও থাকে, তবুও মিডিয়ার অব্যাহত ঢলে বাড়ির মালিকানার ধারণাটি তার মনে ধাক্কা দেয়। তার ধারণা সৃষ্টি হয় যে তোমার যদি বাড়ি না থাকে, তবে জীবনে তুমি ব্যর্থ।