শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নতুন প্রতিবেদনে তথ্য প্রকাশ

ভাড়াটেদের জন্য যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত স্থান কুইন্স

হেলিম আহমদ

আপডেট: ১৯:৫০, ২৭ অক্টোবর ২০২৩

ভাড়াটেদের জন্য যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত স্থান কুইন্স

ভাড়াটেদের জন্য যুক্তরাষ্ট্রে প্রত্যাশিত স্থান কুইন্স

পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে বাস করার জন্য ভাড়াটেদের কাছে সবচেয়ে আকাক্সিক্ষত বা প্রত্যাশিত স্থানের নাম হলো কুইন্স। নতুন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রেন্টক্যাফের অক্টোবরে প্রকাশিত ভাড়া-সংক্রান্ত কার্যক্রমের প্রতিবেদনে বলা হয়েছে যে অক্টোবরে যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো স্থানের চেয়ে কুইন্সের অ্যাপার্টমেন্ট নিয়ে আগ্রহ ছিল সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে বরাটির অবস্থান ছিল তৃতীয়।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে আরলিংটন, ভিএ এবং কানসাস সিটি, এমও-কে পেছনে ফেলে কুইন্স সবার ওপরে ওঠে যায়। উল্লেখ্য, রেন্টক্যাফের মে ২০২৩ প্রতিবেদন থেকেই কুইন্স শীর্ষ ৩০- রয়েছে।

কুইন্সে ক্রমবর্ধমান চাহিদার কারণে বার্ষিক তুলনায় এখানে অ্যাপার্টমেন্টের লিস্টিং ৭২ ভাগ কমে গেছে। রেন্টক্যাফের বিশ্লেষণ করা ১৫৯টি নগরী শহর এলাকার মধ্যে এটিই বার্ষিক তুলনামূলক সবচেয়ে বড় পতন। অবশ্য, লিস্টিংয়ে ব্যাপক পতন সত্ত্বেও কুইন্সের বাড়ির জন্য পেইজ ভিউয়ার তিনগুণ বেড়ে ১৯৫ ভাগ হয়েছে। অক্টোবরের তুলনায় এখানে ১২৭ ভাগ প্রপার্টি পছন্দের তালিকায় স্থান পেয়েছে।

রেন্টক্যাফে নগরী-পর্যায়ে ভাড়াটে তৎপতার হিসাবের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করে। সবচেয়ে কাক্সিক্ষত নগরী পায় পূর্ণ নম্বর (১০০) আর সবচেয়ে খারাপ অবস্থানে থাকা নগরী পায় পয়েন্ট। যেসব নগরী সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না, তাদের কোনো পয়েন্ট দেয়া হয় না।

শেয়ার করুন: