
ফাইল ছবি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২০২০ সালের নির্বাচনী ফলাফল বাতিল করার ষড়যন্ত্র মামলার বিচার ২ জানুয়ারি শুরু করার প্রস্তাব দিয়েছে স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের কৌঁসুলীরা।
ওয়াশিংটনে ফেডারেল আদালতে দাখিল করা নথিপত্রে কৌঁশুলীরা জানান, যত দ্রুত সম্ভব বিচার শুরু করার মধ্যে জনস্বার্থ রয়েছে এবং তারে প্রস্তাবিত তারিখটি ‘জনস্বার্থ এবং ন্যায় বিচারের স্বার্থ পূরণের পাশাপাশি বিবাদির অধিকার এবং বিচারের জন্য প্রস্তুত হওয়ার সক্ষমতা সুরক্ষা করে।’
আইনজীবীরা অনুমান করছেন, বিচারকাজে চার থেকে ছয় সপ্তাহের বেশি লাগবে না।
প্রস্তাবিত তারিখে বিচারক সম্মতি দিলে তা ট্রাম্পের আইওয়া ককাসকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। ওই ককাস হবে ১৫ জানুয়ারি। তাছাড়া বিচারকাজের কারণে নিউ হ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলিনা ও নেভেদার মতো রাজ্যগুলোতেও তার নির্বাচনী প্রচারণা সমস্যায় পড়বে।
এই তারিখ নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি ট্রুথ সোস্যালে বলেন, গুরুত্বপূর্ণ আইওয়া ককাসের আগে এমনভাবে সময় নির্ধারণ করাটা ‘নির্বাচনে হস্তক্ষেপ’ করার সামিল।
ট্রাম্পের আইনজীবীদেরকে তাদের সুবিধামতো বিচারকাজ শুরুর তারিখ জানাতে বলা হয়েছে। গত সপ্তাহে এনবিসির ‘টুডে’ শোতে এক সাক্ষাতকারে ট্রাম্পের আইনজীবী জন লরো ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিচার শুরু হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন।
ট্রাম্পের আইনজীবী গত সপ্তাহে বলেছেন, মামলাটির ব্যাপারে সরকারের কাছ থেকে তাদের আরো তথ্য প্রয়োজন। আর আসামির পক্ষ সমর্থন করার জন্য তাদের অনেক বেশি সময়ের দরকার।
ট্রাম্পের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। এসব মামলার কার্যক্রম চললে তার নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলবে।