শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

তিনি ‘ম্যাগা ট্রাম্পার’ দাবি করতেন

বাইডেনকে হত্যার হুমকিদাতা রবার্টসন গুলিতে নিহত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:২৬, ১১ আগস্ট ২০২৩

বাইডেনকে হত্যার হুমকিদাতা রবার্টসন গুলিতে নিহত

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযানকালে উটার এক সশস্ত্র ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমর্থক প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ ডেমোক্র্যাট দলীয় শীর্ষস্থানীয় ব্যক্তিদের হুমকি দিয়েছিলেন।

স্থানীয় সময় বুধবার ভোর .১৫- প্রাণঘাতী এই গুলির ঘটনা ঘটে। সময় এফবিআইয়ের সদস্যরা গ্রেফতারি এবং বাড়ি তল্লাসি করার পরোয়ানা প্রদর্শন করার চেষ্টা করেছিলেন বলে সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে। এফবিআই অবশ্য বিস্তারিত তথ্য জানায়নি।

নিহত ব্যক্তির নাম ক্রাইগ রবার্টসন। তার বয়স ছিল ৭৫ বছর। তিনি একসময় বিমানবাহিনীকে চাকরি করতেন।

অভিযান চালানোর সময় রবার্টসন সশস্ত্র ছিলেন। এই লোক নিজেকেম্যাগা ট্রাম্পারদাবি করতেন। তার বিরুদ্ধে প্রেসিডেন্টকে হুমকি প্রদান, তদন্তকাজে বাধাদানসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। বুধবার ওই রাজ্যে প্রেসিডেন্ট বাইডেনের সফরের সময় তাকে হত্যা করা হবে বলে তিনি তার ফেসবুক পেজে হুমকি দিয়েছিলেন।

শেয়ার করুন: