
ফাইল ছবি
অভিবাসী সঙ্কট সুরাহা করার জন্য অবশেষে মেয়র এরিক অ্যাডামসের সাথে আলোচনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম সহযোগীকে নিউইয়র্ক সিটিতে পাঠাচ্ছে হোয়াইট হাউজ। তিনি হলেন আন্তঃসরকারবিষয়ক পরিচালক টম পেরেজ। সিটি হলেই হোয়াইট হাউজের এ প্রতিনিধির সাথে এরিক অ্যাডামসের বৈঠক হবে বলে জানা গেছে।
অ্যাডামস অভিবাসী সঙ্কট নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করার পর হোয়াইট হাউজ এই উদ্যোগ নিয়েছে। অ্যাডামস বলেছিলেন, আশ্রয় প্রার্থীদের আশ্রয় ও সামাজিক পরিষেবা প্রদানের ব্যয় ১২ বিলিয়ন ডলারে দাঁড়াতে পারে এবং আরো ৬০ হাজার শরাণার্থী এই মহানগরীতে ইতোমধ্যেই অবস্থান করা প্রায় এক লাখের সাথে যোগ দিতে পারে।
অ্যাডামস বলেন, ‘আমরা সহ্যসীমা অনেক আগেই অতিক্রম করে এসেছি।’ তিনি বলেন, ‘নিউইয়র্কের সহানুভূতি হয়তো সীমাহীন। তবে আমাদের সম্পদ অসীম নয়। আর রাজ্য ও ফেডারেল পর্যায়ে আমাদের অংশীদারেরা তা জানে।’
সিটি হল অবশ্য এখন পর্যন্ত পেরেজের সাথে বৈঠকটি নিয়ে কিছু জানায়নি।
আশ্রয়প্রার্থীদের করুণ পরিস্থিতি নিয়ে পত্র-পত্রিকায় ছবি ও প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মেয়র ওই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে শেল্টার সিস্টেমে জায়গা না থাকায় অনেক অভিবাসীকে রাস্তায় পর্যন্ত ঘুমাতে হয়েছে।
আর অ্যাডামস সিএনএনকে বলেছেন, এমন ঘটনা যে আবার ঘটবে না তা তিনি নিশ্চয়তা দিয়ে বলতে পারেন না।
তিনি বলেন, ‘আমরা ৯০ হাজারের বেশি লোককে আমাদের সিটিতে স্থান দিয়েছি। নিঃশ্বাস ছাড়ার জন্য কিছুটা সময়ের দরকার। আমাদের সহায়তার দরকার। এটি একটি জাতীয় সঙ্কট। এটি জাতীয় সম্পদ এবং জাতীয় নীতিমালার মাধ্যমে সমাধান করতে হবে।’
তিনি সাহায্য করার জন্য গভর্নর ক্যাথি হোকুল এবং রাজ্যের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।
প্রধানত দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সহিংসতা এবং অর্থনৈতিক সঙ্কট থেকে রক্ষা পাওয়ার জন্য এসব শরাণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তাদের অনেকে আফ্রিকা থেকেও এসেছে।