বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

যুক্তরাষ্ট্রে কমেছে ইমিগ্রেশন ভিসা আবেদনের ব্যাকলগ

নিম্মি নাহার

প্রকাশিত: ১৩:৫৬, ২৪ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রে কমেছে ইমিগ্রেশন  ভিসা আবেদনের ব্যাকলগ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা আবেদনের ব্যাকলগ কমিয়ে আনতে সক্ষম হয়েছে ন্যাশনাল ভিসা সেন্টার। ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে জমে থাকা ভিসা আবেদনের সংখ্যা .% কম ছিলো বলে জানিয়েছে তারা।

ফেব্রুয়ারি মাসে জমে থাকা আবেদনের সংখ্যা ছিলো ৪০৮,৪৫৬টি। মার্চ মাসে এমন আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮,৯০৮টিতে। এছাড়া কাগজপত্র যাচাই-বাছাই  শেষ হওয়া গ্রিন কার্ডের আবেদন সংখ্যাও মার্চ মাসে ,০০০ কম ছিলো।

চলতি মাসে যাচাই-বাছাই শেষে ইন্টারভিউ জন্য অপেক্ষমান আবেদনের সংখ্যা ছিলো ৪৩৯,১৩১টি। এই সংখ্যা কমলেও মার্চ মাসে বেড়েছে গ্রিন কার্ডের ইন্টারভিউ সংখ্যা। ফেব্রুয়ারি মাসে মোট ৩৬,৩৭২টি ইন্টারভিউর বিপরীতে মার্চ মাসে ৫০,২২৩ আবেদনকারীর সাক্ষাতকারের ব্যবস্থা করেছে ন্যাশনাল ভিসা সেন্টার। 

শেয়ার করুন: