বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ওয়াশিংটনে সময়ের আগেই ফুটেছে চেরি ফুল

নিম্মি নাহার

আপডেট: ১১:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ওয়াশিংটন ডিসিতে সময়ের অনেক আগেই বসন্ত এসে গেছে। ক্যালেন্ডারের পাতায় এবছর মার্চের ২০ তারিখ বসন্ত শুরু হবার কথা। অথচ এরিমধ্যে ঐতিহ্যবাহী পটোম্যাক নদীর দুই তীরে অবস্থিত ,৭০০ চেরি গাছের বেশ কয়েকটিতে ফুল ফোটা শুরু হয়ে গেছে।

চেরি ফুলগুলোর হালকা গোলাপি রঙের ছটায় অপরূপ বাসন্তী সাজে সেজে উঠেছে ন্যাশনাল মলের চারপাশ। ন্যাশনাল পার্কস সার্ভিস (এনপিএস)-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ রাজধানীর চেরি গাছের বনে প্রথম কুড়ির দেখা পাওয়া গিয়েছিলো।

গত ২০ বছরের মধ্যে ওয়াশিংটন ডিসিতে চেরি গাছগুলোয় এত আগে নতুন কুড়ির দেখা মেলেনি। সাধারণত মার্চের শুরুতে এই গাছগুলোয় প্রথম নতুন কুড়ির আবির্ভাব ঘটে। আর ফুল ফোটা শুরু হয় মার্চ মাসের দ্বিতীয় অর্ধে। এনপিএসের মুখপাত্র মাইক লিটার্স্ট জানিয়েছেন, বছর পর্যাপ্ত শীত না পড়ায় চেরি ফুল ফোটার মৌসুম সময়ের আগেই শুরু হবার বিষয়টি প্রত্যাশিত ছিলো।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী বছর জানুয়ারি মাসে ওয়াশিংটন ডিসির গড় তাপমাত্রা ছিলো ৪৫. ডিগ্রি ফারেনহাইট। সাধারণত জানুয়ারি মাসে এই শহরের গড় তাপমাত্রা থাকে ৩৭ ডিগ্রি ফারেনহাইট। মৌসুম আগে শুরু হওয়ায় এই ফুল ফোটা দেখতে অনুষ্ঠিত হতে যাওয়া অনুষ্ঠানগুলো নিয়ে বিপাকে পড়েছেন আয়োজকবৃন্দ। তবে ফুল দেখা না গেলেও অনুষ্ঠানে উপভোগ করার মতো ঘটনার অভাব হবে না বলে জানিয়েছেন তারা।

অবশ্য এনপিএস কর্মীদের মতে ফোটা শেষেও চেরি ফুলগুলো কয়েক সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। তাই ফুল ফোটা শুরু হয়ে গেলেও দর্শনার্থীরা তাদের পূর্বনির্ধারিত সময়েই সেই দৃশ্য উপভোগ করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন তারা।  

শেয়ার করুন: