বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৭ বিলে সই করেছেন অ্যাডামস

নিউইয়র্কে কর্মজীবি মা-বাবারা আর্থিক সহায়তা পাবেন

হাসান শরীফ

আপডেট: ১৬:১০, ২০ নভেম্বর ২০২২

নিউইয়র্ক সিটির মা, কর্মজীবী প্যারেন্টস (বাবা-মা), কেয়ারগিভার ও পরিবারগুলোকে সহায়তা দিতে মেয়র এরিক অ্যাডামস সাতটি বিলের একটি প্যাকেজে সই করেছেন।

অ্যাডামস বলেন, বিলগুলোর দুটি করা হয়েছে শিশু পরিচর্যার সুযোগ সৃষ্টি এবং নগরীর শিশু পরিচর্যা কর্মসূচির ডাইরেক্টরি করা নিয়ে তার প্রশাসনের প্রতিশ্রুতি পূরণের জন্য।

তিনি বলেন, আমাদের নগরীর পরিবার ও শিশু এবং কর্মজীবী মা ও পরিবারগুলো যাতে বিচ্ছিন্ন না হয়, সেজন্যই বিলগুলোর প্যাকেজে সই করা হয়েছে।

তিনি বলেন, নিউইয়র্ক সিটিতে পরিবার গড়ে তোলা অসম্ভব কোনো কাজ মনে করা ঠিক নয়। পরিবারগুলো যাতে তাদের সন্তানদের গড়ে তুলতে পারে, ওই কাজে সহায়তার জন্যই এই চেষ্টা।

এই প্যাকেজে থাকা আরেকটি আইনের ফলে একটি চাইল্ড কেয়ার অ্যাডভাইজরি বোর্ড গঠন করা হবে। এর মাধ্যমে ১ জুলাই থেকে তিন বছর মেয়াদি একটি চাইল্ড কেয়ার গ্র্যান্ড পাইলট প্রোগ্রাম শুরু হবে। যার মাধ্যমে কর্মজীবি মা-বাবাদের আর্থিক সহযোগিতা দেয়া হবে। তবে সহযোগিতার পরিমাণ কত হবে তা এখনও নির্ধারণ হয়নি।

শেয়ার করুন: