বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাড়িতেই ডিম উৎপাদন

ডিমের বদলে  মুরগির  বাচ্চা!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ এপ্রিল ২০২৫

ডিমের বদলে  মুরগির  বাচ্চা!

ছবি: সংগৃহীত

ডিমের দাম বাড়ছেই। এ থেকে মুক্তির উপায় কী? বাড়িতেই ডিম উৎপাদন করা। তাহলে কি করতে হবে? মুরগির বাচ্চা পুষতে হবে। এমন এক প্রেক্ষাপটেই নিউইয়র্কে মুরগির বাচ্চা বিক্রির বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি ২৫টি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ৫.৯৯ ডলারে।
যুক্তরাষ্ট্রের পোষা প্রাণী বিক্রিকারী প্রতিষ্ঠান পেটকো ‘পাইলট প্রোগ্রাম’ হিসেবে মুরগির বাচ্চা বিক্রি করছে। 

গত মার্চে পাঁচটি ইউএস স্টোরে পাইলট প্রোগ্রামটি শুরু হয়। লং আইল্যান্ডের কম্যাকে একটি দোকানের সন্ধান পাওয়া গেছে। বাকিগুলো কোথায় অবস্থিত তা জানা যায়নি।
তবে ডিমের জন্য মুরগির বাচ্চা পালনের ধারণাটিকে ইতিবাচক বলে মানতে নারাজ স্থানীয় প্রাণী অ্যাক্টিভিস্টরা। তাদের মতে, বেশির ভাগ ক্রেতাই বাচ্চাগুলো না পুষে বরং ফেলে দেয়। এগুলো তারা সংগ্রহ করে আশ্রয় দিচ্ছেন। তবে এতে বেশ খরচ হচ্ছে।
হিউম্যান লং আইল্যান্ডের নির্বাহী পরিচালক জন ডি লিওনার্দো বলেন, প্রথমে কোভিড হানা দেয়। এরপর এসেছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এই প্রেক্ষাপটে লোকজন মুরগি পুষতে চাচ্ছে। তারা মনে করছে, মুরগি পালন বেশ সহজ। এতে করে সস্তায় ডিম পাওয়া যাবে। কার্যত বিষয়টি তত সহজ নয়। বাড়িতে মুরগির বাচ্চা আনার পর তারা বিষয়টি বুঝতে পারে। ফলে তারা সেগুলো পেলে দেয়।
সংগঠনটি পেটার বিরুদ্ধে বিক্ষোভ করার পরিকল্পনা করছে। কারণ মুরগির বাচ্চা বিক্রির ধারণাটি যৌক্তিক নয়।
এ ব্যাপারে পেটকোর করপোরেট অফিসে মন্তব্য কামনা করা হলেও তারা এখন পর্যন্ত তাতে সাড়া দেয়নি।
 

শেয়ার করুন: