
ছবি: সংগৃহীত
অভিবাসী আটককেন্দ্র দ্রুত ব্যাপকভাবে সম্প্রসারণ করার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ভ-ুল হয়ে গেছে। অভিবাসী আটককেন্দ্রের জায়গা কম থাকায় ট্রাম্প প্রথমে গুয়ান্তানামো বেতে অভিবাসীদের জন্য ৩০ শয্যার আটককেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিপুল খরচ এবং লজিস্টিক্যাল সমস্যার কারণে ওই পরিকল্পনা বাদ দিতে হয়।
এরপর টেক্সাসের সামরিক ঘাঁটি ফোর্ট ব্লিসে পরিকল্পনাটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। বলা হয়, অভিবাসীদের ডিপোর্ট করার আগে এখানে রাখা হবে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডিপ্লয়েড রিসোর্সকে ৩.৮ বিলিয়ন ডলারের কন্ট্রাক্ট দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটি ইতোপূর্বে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য টয়লেট ও তাঁবু নির্মাণ করেছিল।
কিন্তু গত সপ্তাহে এই চুক্তিও বাতিল করা হয়। বলা হচ্ছে যে আরো স্বচ্ছতা এবং অপচয়মূলক ব্যয় কমানোর জন্য এটি করা হয়। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা জানা যায়নি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ ব্যাপারে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক সিনিয়র কর্মকর্তা মিডিয়াকে বলেন, চুক্তিটি বাতিল হয়েছে। তবে ফোর্ড ব্লিসের পরিকল্পনাটি নতুন আঙ্গিকে বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনাটির ব্যাপারে হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা বিভাগের মন্তব্যও চাওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারাও কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অভিবাসীদের ডিপোর্ট করার আগে তাদেরকে আটক রাখা নিয়ে মহা সমস্যায় পড়েছে ট্রাম্প প্রশাসন। আদালতের রায় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিবাসীদের নিরাপদে আটক রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
বর্তমানে ১৪১টি স্থাপনায় ৪৭,৯২৮ জন বন্দীকে রাখা হয়েছে। সংখ্যাটি কংগ্রেসের অনুমোদিত ৪১,৫০০-এর চেয়ে অনেক বেশি।