বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

দৃশ্যপট: ব্রুকলিন

হোমলেস শেল্টারের  বিরুদ্ধে অভিনব  প্রতিবাদ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৮, ২৫ এপ্রিল ২০২৫

হোমলেস শেল্টারের  বিরুদ্ধে অভিনব  প্রতিবাদ

ছবি: সংগৃহীত

ব্রুকলিনে গৃহহীন বা হোমলেসরা অভিনব আন্দোলনে নেমেছে। ক্যাম্প স্থাপন করেই তারা আসন্ন পারিবারিক গৃহহীন আশ্রয়কেন্দ্র (হোমলেস সেন্টার) নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে পাঁচ সপ্তাহ ধরে প্রতিবাদ করছে। তারা দাবি করছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তাদের ঘুমন্ত আবাসস্থলটিতে অপরাধের বিস্ফোরণ ঘটবে।

বিক্ষোভে অংশ নেওয়া ৫৫ বছর বয়স্ক ড্যানি প্যান বলেন, প্রকল্পটি বাতিল না করা পর্যন্ত তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবেন।
বিক্ষোভকারীরা প্লাস্টিকের তাঁবুতে আমেরিকান পতাকা এবং প্রতিবাদের চিহ্ন লাগিয়ে তাদের অবস্থান প্রকাশ করছেন। তাদের সহায়তায় এগিয়ে এসেছে কাছাকাছি থাকা বেকারি ও রেস্তোরাঁগুলো। এসব প্রতিষ্ঠান তাদেরকে বিনা পয়সায় খাবার দিচ্ছে। 
উল্লেখ্য, ১৬৯টি পরিবারকে আশ্রয় দেওয়ার জন্য গৃহহীন আশ্রয়কেন্দ্র নির্মাণ করার কথা ঘোষণা করা হয়। 
সিটি কাউন্সিল এই পরিকল্পনা অনুমোদন করেছে।
 

শেয়ার করুন: