শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

অবসরকালীন সঞ্চয় হিসাব ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:০৬, ২৬ ডিসেম্বর ২০২৫

অবসরকালীন সঞ্চয় হিসাব ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে

ছবি: সংগৃহীত

টানা চার বছরের কঠিন সময়ের পর, যখন উচ্চ মূল্যস্ফীতি এবং বন্ড মার্কেটের ধস আমেরিকানদের জমানো সঞ্চয়কে তছনছ করে দিয়েছিল, ২০২৫ সালে এসে সেই অবসরকালীন সঞ্চয় হিসাবগুলো দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই পুনরুদ্ধারের মাধ্যমে হারিয়ে যাওয়া সঞ্চয়ের বড় একটি অংশ যেমন ফিরে এসেছে, তেমনি কর্মজীবীদের সঞ্চয়ে নীতিগত পরিবর্তনের প্রভাব কতটা গভীর হতে পারে তাও অনুভূত হয়েছে।

কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক ‘আনলিশ প্রসপারিটি’-এর সিনিয়র ফেলো ই.জে. আন্তোনির এক নতুন গবেষণা অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিক থেকে তৃতীয় প্রান্তিক পর্যন্ত গড় ৪০১(কে) ব্যালেন্স প্রায় ২৩,২০০ ডলার বা ১৬.৯% বেড়েছে। মূল্যস্ফীতির সাথে সমন্বয় করার পরেও এই লাভের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০,৭০০ ডলার বা ১৫.১%।
গবেষণায় দেখা গেছে, এই ঘুরে দাঁড়ানোর আগে ২০২১ সালের প্রথম প্রান্তিক থেকে ২০২৫ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত একটি যন্ত্রণাদায়ক সময় পার করতে হয়েছে। তখন গড় ৪০১(কে) সঞ্চয় নামমাত্র বাড়লেও মূল্যস্ফীতির তুলনায় তা আসলে ব্যাপকভাবে হ্রাস পেয়েছিল।
বুধবার মিডিয়াকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে আন্তোনি বলেন, চলতি বছরে বড় যে পরিবর্তনটি এসেছে তা হলো মূল্যস্ফীতির উল্লেখযোগ্য ধীরগতি এবং ‘বন্ড মার্কেটে প্রকৃত ইতিবাচক পরিবর্তন’। তিনি আরো বলেন, ‘আগে যে জোড়া ধাক্কা মানুষের অবসরকালীন সঞ্চয়কে ধরাশায়ী করেছিল, তা এখন এক জোড়া আশীর্বাদে পরিণত হয়েছে।’
আন্তোনি এই পরিবর্তনের কৃতিত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলোকে। তিনি বলেন, “এটি একটি সম্পূর্ণ আমূল পরিবর্তন। ট্রাম্প প্রশাসন ‘ডোজ’ চালু করেছে, সরকারি ব্যয় ও ঋণ গ্রহণ কমিয়ে দিয়েছে এবং কর ও নিয়ন্ত্রণমূলক সংস্কারের পাশাপাশি জ্বালানি-বান্ধব নীতি প্রচার করছে।”
রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প তার শাসনামলে ৪০১(কে) হিসাবগুলোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আগস্টে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি এবং রিয়েল এস্টেটের মতো বিকল্প সম্পদগুলোকে অবসরকালীন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা সহজ হবে। সে সময় এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘আমার প্রশাসন সেইসব নিয়ন্ত্রণমূলক বোঝা এবং আইনি ঝুঁকি দূর করবে যা আমেরিকান কর্মীদের অবসরকালীন সঞ্চয়কে প্রতিযোগিতামূলক মুনাফা এবং বৈচিত্র্যময় সম্পদ অর্জনে বাধা দেয়।’
বন্ডের জন্য বিপর্যয়কর পরিস্থিতি আন্তোনির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে চার বছরে মোট মূল্যস্ফীতি ছিল ২১.২%। এটি মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয় এবং ফেডারেল রিজার্ভকে গত কয়েক দশকের মধ্যে দ্রুততম হারে সুদ বৃদ্ধির চক্রে প্রবেশ করতে বাধ্য করে। সুদের হারের এই বৃদ্ধি বন্ড মার্কেটকে- যা অবসরকালীন পোর্টফোলিওগুলোর মূল ভিত্তি- একেবারে ধ্বংস করে দিয়েছিল। ওই অর্থনীতিবিদ একে গত এক শ’ বছরের মধ্যে গড় বন্ড রিটার্নের জন্য সবচেয়ে খারাপ চার বছর হিসেবে বর্ণনা করেছেন।
 

শেয়ার করুন: