শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিচার বিভাগের মামলা  খারিজ ফেডারেল  বিচারকের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:০০, ২৬ ডিসেম্বর ২০২৫

বিচার বিভাগের মামলা  খারিজ ফেডারেল  বিচারকের

ছবি: সংগৃহীত

অভিবাসন মর্যাদা নির্বিশেষে অভিবাসীদের স্টেট-প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ করে দেওয়া নিউইয়র্কের ২০১৯ সালের একটি আইনের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের করা আইনি চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

‘গ্রিন লাইট ল’ নামে পরিচিত এই আইনটি এ বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই তার প্রশাসনের কঠোর সমালোচনার মুখে পড়েছে। নিউইয়র্কসহ অন্যান্য স্টেটের এই ধরণের আইনগুলোর একটি বিশেষ বিধানকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, যা ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের স্টেট ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস-এর কাছে থাকা অবৈধ অভিবাসীদের তথ্য পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এই আইন অনুযায়ী, ডিএমভি সামাজিক নিরাপত্তা নম্বও বা সোস্যাল সিকিউরিটি নেই এমন ব্যক্তিদের এবং ‘যুক্তরাষ্ট্রে তাদের নাগরিকত্ব বা বৈধ মর্যাদা নির্বিশেষে’ স্ট্যান্ডার্ড ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারে।
অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি গত ফেব্রুয়ারিতে এ মামলাটি দায়ের করার সময় বলেছিলেন, এ বিধানটি মূলত ‘একজন অবৈধ অভিবাসীকে আগাম সতর্ক করে দেওয়া এবং এটি অসাংবিধানিক।’
২০১৯ সালে তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এই বিলটিতে স্বাক্ষর করেছিলেন এবং আইনসভা এটি পাস করেছিল। সড়ক নিরাপত্তা উন্নত করা এবং অভিবাসী চালকদের জন্য বিমা পাওয়া সহজ করার লক্ষ্যেই মূলত এই আইনটি করা হয়েছিল।
নিউইয়র্কের নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস ডিস্ট্রিক্ট বিচারক অ্যান এম. নার্ডাচি মঙ্গলবার তার রায়ে লিখেছেন, ‘বাদী পক্ষ এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, গ্রিন লাইট আইনের কোনো বিতর্কিত বিধান ফেডারেল সরকারের বিরুদ্ধে বেআইনিভাবে বৈষম্যমূলক আচরণ করে।’
 

শেয়ার করুন: