ছবি: সংগৃহীত
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার রাতে সান্তার অপেক্ষায় থাকা শিশুদের সাথে কথা বলেছেন। আলাপকালে তিনি এক শিশুকে বলেন যে, মোজার ভেতর উপহার হিসেবে ‘পরিচ্ছন্ন ও সুন্দর কয়লা’ পাওয়া খুব একটা খারাপ কিছু হবে না। অন্য এক শিশুকে তিনি আশ্বস্ত করেন যে, চিমনি দিয়ে কোনো ‘বাজে সান্তা’ যেন ঢুকে না পড়ে, সরকার সে ব্যাপারে পাহারা দিচ্ছে।
৭৯ বছর বয়সী ট্রাম্প প্রতিবছরের মতো এবারো ক্রিসমাস ইভ-এ ‘নোরাড ট্র্যাকস সান্তা’ হটলাইনে অংশ নেন এবং শিশুদের সাথে এমনভাবে কথা বলেন যেন সান্তা ক্লজ সত্যিই ইউরোপের ওপর দিয়ে উড়ে আসছেন।
কানসাসের ৮ বছর বয়সী এমিলিয়ার কাছে প্রেসিডেন্ট জানতে চান সে সান্তার কাছে কী উপহার চায়। এমিলিয়া দৃঢ়ভাবে উত্তর দেয় : ‘কয়লা নয়!’
জবাবে ‘সেলসম্যান ইন চিফ’ খ্যাত প্রেসিডেন্ট রসিকতা করে বলেন, ‘না, তুমি কয়লা চাও না?’ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প অনবরত যুক্তি দিচ্ছেন, আমেরিকানদের অর্থনীতি নিয়ে আত্মবিশ্বাসী হওয়া উচিত। জনমত জরিপে ব্যাপক নেতিবাচক ধারণা থাকা সত্ত্বেও তিনি ক্রমবর্ধমান জিডিপি, প্রকৃত মজুরি, শেয়ার বাজারের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতি হ্রাসের কথা উল্লেখ করে আসছেন।
প্রাইমারি স্কুলের ওই ছাত্রীকে প্রেসিডেন্ট বলেন, ‘আচ্ছা, কয়লা তো— তুমি আসলে পরিচ্ছন্ন ও সুন্দর কয়লার কথা বলছ।’ তিনি আরো যোগ করেন, ‘আমাকে এটা বলতেই হতো, দুঃখিত। না, কয়লা হলো পরিচ্ছন্ন এবং সুন্দর। দয়া করে যেকোনো মূল্যে এটি মনে রেখো। কিন্তু তুমি পরিচ্ছন্ন, সুন্দর কয়লা চাও না, তাই তো?’
এমিলিয়া আবারো জেদ ধরে বলে, ‘না!’ এরপর প্রেসিডেন্ট জানতে চান সে তবে কী চায়। এমিলিয়ার তালিকার শীর্ষে ছিল বার্বি ডল।
প্রেসিডেন্ট বলেন, ‘নিশ্চয়ই তুমি তা পাবে।’ এমিলিয়া তখন দ্রুত পোশাক এবং ক্যান্ডির আবদারও যোগ করে। ট্রাম্প বলেন, ‘বাহ, ক্যান্ডি তো ভালো। ক্যান্ডি খুব ভালো... তুমি যতটা চাও খেতে পারো। সুস্থ থেকো, ঠিক আছে?’
এর কিছুক্ষণ আগে, ওকলাহোমার ১০ বছর বয়সী জেনিফার তার ৪ বছর বয়সী বোন আনাস্তাসিয়াকে নিয়ে ফোন করলে ট্রাম্প তাদের বলেন যে, তিনি তাদের কোনো ‘বাজে সান্তা’ থেকে রক্ষা করছেন।

















