বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘কোমো লাইস, পিপল ডাই’ 

অ্যান্ড্রু কোমোর  ওপর ঝটিকা  হামলা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৬:০১, ২৫ এপ্রিল ২০২৫

অ্যান্ড্রু কোমোর  ওপর ঝটিকা  হামলা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমোর ওপর ঝটিকা হামলা হয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী ফোরামের অনুষ্ঠানে হামলার সময় ক্রুদ্ধ বিক্ষোভকারীর মঞ্চে ওঠে স্লোগান দেয়, ‘কোমো লাইস, পিপল ডাই’ (কোমো মিথ্যা বলে, জনগণ মরে।)।
ব্রুকলিনের মেদগার এভার্স কলেজে ব্ল্যাক অ্যাজেন্ডার ডেমোক্র্যাটিক মেয়োরাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে জননিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাব দেওয়ার সময় হামলার শিকার হন তিনি। উল্লেখ্য, কোমো ২০২১ সালে নানা কেলেঙ্কারি ও অভিযোগের প্রেক্ষাপটে গভর্নর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন।

হামলা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। পুলিশ হস্তক্ষেপ করায় হামলাকারীরা দ্রুত সরে পড়ে। তবে তারা বেশ জোরালোভাবেই ‘কোমো লাইস, পিপল ডাই’ স্লোগানটি দেয়। এছাড়া ‘ফাক ইউ, কোমো’ স্লোগানও দেয়।
তবে ৬৭ বছর বয়স্ক কোমো বিক্ষোভের মুখেও মঞ্চে অবস্থÍান করতে থাকেন। একপর্যায়ে তিনি তার সমর্থনে আসা কয়েক ব্যক্তির সাথে হাতও মেলান।
তিনি এই হামলাকে প্রতিপক্ষের ‘রাজনৈতিক খেলা’ হিসেবেও অভিহিত করেন।
তিনি বলেন, ‘এটি হলো বিদ্যমান ব্যবস্থার একটি সমস্যা। অনেক বেশি রাজনীতি হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।’
তিনি বলেন, আমি হাউজিং ও আরবার ডেপেলপমেন্টের সচিব, অ্যাটর্নি জেনারেল ও গভর্নর ছিলাম ১১ বছর। আমি জানি, লোকজনের সবসময় ভিন্ন ভিন্ন অভিমত থাকে। 
উল্লেখ্য, সাবেক এই গভর্নরের বিরুদ্ধে সবচেয়ে বেশি যেসব বিষয় নিয়ে সমালোচনা হয়, সেগুলোর মধ্যে রয়েছে ২০২০ সালের মার্চে কোভিড-১৯-এর সময় নার্সিং হোমে সংক্রমিত রোগীদের পাঠানো নিয়ে। এর জের ধরে প্রায় ১৫ হাজার লোকের মৃত্যু হয়। 
এছাড়া তার বিরুদ্ধে নারীদের যৌনভাবে হয়রানি করার কয়েকটি অভিযোগ রয়েছে। তবে তিনি সকল অভিযোগ অস্বীকার করে আসছেন। হামলার নিন্দা করেছেন আয়োজকেরাও। 
 

শেয়ার করুন: