
ফাইল ছবি
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের জনপ্রিয়তা মাত্র ২৮ ভাগে নেমে গেছে। কুইনিপিয়াক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। ফলে সিকি শতক আগে এই বিশ্ববিদ্যালয়ের জরিপ শুরু হওয়ার পর থেকে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে তার জনপ্রিয়তা এ যাবতকালের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
তার জনপ্রিয়তা আগে থেকেই কমছিল। গত ফেব্রুয়ারিতে তা ছিল ৩৭ ভাগ। তবে অভিবাসী সঙ্কট এবং ফেডারেল নির্বাচনী তদন্তের প্রেক্ষাপটে তার জনপ্রিয়তায় আরো ধস নেমেছে। উল্লেখ্য, এর আগে সাবেক মেয়র মাইক ব্লুমবার্গের জনপ্রিয়তা ২০০৩ সালে ৩১ ভাগে নেমে গিয়েছিল। সেটাই ছিল এত দিন সর্বনিম্ন জনপ্রিয়তা।
নিউইয়র্ক সিটির ভোটারদের মধ্যে পরিচালিত এই জরিপে ৫৮ ভাগ ভোটার অ্যাডামসের কর্ম সম্পাদন দক্ষতার প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
জরিপের ব্যাপারে কুইনিপিয়াক কলেজ পোলের সহকারী পরিচালক ম্যারি স্নো বলেন, ‘ভোটারদের মধ্যে সত্যিকারের উদ্বেগ দেখা যাচ্ছে, ভোটাররা খুশি নয়। এই জরিপ মেয়র অ্যাডামসের জন্য ভালো খবর নয়। ভোটাররা কেবল তার কাজের ব্যাপারেই অসন্তুষ্টি প্রকাশ করেনি, সেইসাথে তার চরিত্রও নিস্প্রভ বিবেচনা করেছে।’
তিনি বলেন, অভিবাসী সঙ্কট, বাজেট ছাঁটাই, মেয়রের ২০২১ সালের নির্বাচনী প্রচারণার সময়কার অনিয়ম নিয়ে ফেডারেল তদন্ত, ৩০ বছর আগে তার যৌন কেলেঙ্কারির জন্য তাকে চড়ামূল্য দিতে হচ্ছে।
অবশ্য কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে অ্যাডামসের জনপ্রিয়তা রয়েছে। তাদের মধ্যে ৪৮ ভাগ লোক তার কর্মতৎপরতাকে ইতিবাচকভাবে দেখছে। তবে কৃষ্ণাঙ্গদের ৩৮ ভাগ তার ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে।
আর ডেমোক্র্যাটদের মধ্যে মাত্র ৩৫ ভাগ বলছে যে তিনি ভালো কাজ করছে, কিন্তু ৪৯ ভাগই তার প্রতি নেতিবাচক ধারণা পোষণ করছে। পাবলিক স্কুল ব্যবস্থাপনায় তার অবস্থানকে সমর্থন করেনি ৬৬ ভাগ লোক, গৃহহীন লোকদের ব্যাপারে তার অবস্থানকে গ্রহণ করেনি ৭২ ভাগ ভোটার।
আর মাত্র ৪০ ভাগ মনে করে যে তার মধ্যে শক্তিশালী নেতৃত্বের গুণ রয়েছে, ৫৬ ভাগ মনে করে, তিনি সমস্যা সম্পর্কে ধারণা রাখেন না।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত নিউইয়র্ক সিটির ১,২৯৭ জন ভোটারের ওপর এই জরিপ চালানো হয়।