
ফাইল ছবি
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস নীরবেই স্কুল সেফটি অ্যাজেন্টদের নিয়োগ করেছেন। অবশ্য, সংখ্যাটি আগের চেয়ে অর্ধেক। বাজেট কমানোর কারণে এসব নিয়োগ বাতিল হয়েছিল।
জানা গেছে, পুলিশ অ্যাকাডেমিতে প্রায় ১২০ অ্যাজেন্টকে প্রশিক্ষণ প্রদান করা হবে। তবে ১৭ সপ্তাহের প্রশিক্ষণ শেষে তারা কবে থেকে কাজ শুরু করবে, তা জানা যায়নি।
উল্লেখ্য, অভিবাসী সঙ্কটের জের ধরে বাজেট কমানোর কারণে গত অক্টোবরে ২৫০ জন অ্যাজেন্ট নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয়েছিল।
নিউইয়র্ক পুলিশে ২০২০ সাল থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল সেফটি টিমে। এই দল থেকে বিপুলসংখ্যক সস্য চলে যায়।
বর্তমানে নিউইয়র্ক পুলিশ বিভাগে বেতনভোগী মাত্র ৩,৯০০ জনের সামান্য বেশি অ্যাজেন্ট রয়েছে। অথচ করোনা মহামারির আগে এর চেয়ে প্রায় তিনগুণ অ্যাজেন্ট নিযুক্ত ছিল।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে সাম্প্রতিক সময়ে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই বুধবারই ব্রঙ্কস জুনিয়র হাইয়ে ১২ বছরের এক মেয়ের পা কেটে দিয়েছে তারই সহপাঠী এক শিক্ষার্থী। এর মাত্র এক দিন আগে ব্রুকলিন হাই স্কুলে ১৫ বছর বয়স্ক এক ছেলের পেটে ছুরিকাঘাত করে তারই এক সহপাঠী। উভয় আঘাতপ্রাপ্তই বেঁচে যাবে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলে শত শত ছাত্র এক শিক্ষককে টার্গেট করেছিল। ওই শিক্ষক ইসরাইলপন্থী বিক্ষোভে হাজির হয়েছিলেন। এই ঘটনার পর ওই শিক্ষক বেশ কয়েক দিন স্কুলে আসেননি।
এর এক সপ্তাহ আগে হিলক্রেস্টের চার শিশু মারামারি থামিয়ে দেওয়ার চেষ্টার সময় স্কুল সেফটি অ্যাজেন্টদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রদের সহিংসতার কারণে অনেক শিক্ষক চাকরি পর্যন্ত ছেড়ে দিচ্ছেন।