রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

চলমান অভিবাসন ইস্যু

ফেডারেল সরকারের ওপর ক্ষুব্ধ নিউইয়র্কবাসী

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ২১:৫১, ৮ ডিসেম্বর ২০২৩

ফেডারেল সরকারের ওপর ক্ষুব্ধ নিউইয়র্কবাসী

ফাইল ছবি

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, অভিবাসী সঙ্কট নিয়ে ফেডারেল সরকারের ওপর নগরবাসী ‘ক্ষুব্ধ’ এবং তাদের ‘সহায়তা’ প্রয়োজন। কংগ্রেস নেতাদের সাথে সাক্ষাত এবং আরো ফেডারেল তহবিলের আবেদন জানাতে ওয়াশিংটন ডিসি রওনা হওয়ার আগে এমন মন্তব্যই করেনে অ্যাডামস।

তিনি ডিসিতে যাত্রাকালে বিমানে বলেন, ‘আমাদের দরকার সাহায্যের। নিউইয়র্কবাসী ক্ষুব্ধ।’

তিনি বলেন, ‘আশ্রয়প্রার্থী সঙ্কটটি জাতীয় সমস্যা। কাজেই এর জাতীয় সমাধান প্রয়োজন।’

নিউইয়র্ক সিটিতে গত বছর থেকে এখন পর্যন্ত এক লাখ ৪০ হাজারের বেশি অভিবাসী এসেছে। তাদের সংখ্যাধিক্যের কারণে নগরীর সামাজিক পরিষেবাগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, এমনকি বাজেট পর্যন্ত কমাতে হয়েছে।

অ্যাডামস বলেন, তিনি ২০২৩ অর্থবছরে অভিবাসীদের পেছনে ১.৪৫ বিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং ২০২৪ ও ২০২৫ সালে ১১ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে বলে ধারণা করছেন।

অ্যাডামস দাবি করেন, এই সমস্যাটি সামাল দেওয়া উচিত ফেডারেল সরকারের। 

কিন্তু তিনি প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না।

অবশ্য, হোয়াইট হাউস সীমান্ত অপারেশরে জন্য ১৪ বিলিয়ন ডলারের জরুরি সহায়তার অনুরোধ করেছে। এর মধ্যে ১.৪ বিলিয়ন ডলার রয়েছে স্থানীয় সরকারগুলোকে সহায়তা করার জন্য কিন্তু কংগ্রেস এই অনুরোধ আটকে রেখেছে।

অ্যাডামস এবং অন্যান্য মেয়র তাদের নগরীগুলোর জন্য ৫ বিলিয়ন ডলার সহায়তার অনুরোধ করেছেন।

শেয়ার করুন: