
প্রতিকী ছবি
কুইন্সে চুরি কমার প্রবণতা অব্যাহত রয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের সর্বশেষ তথ্যে এই ইতিবাচক বিষয়টি পাওয়া গেছে। অবশ্য, উত্তর ও দক্ষিণ কুইন্সে চুরি কমার হারের মধ্যে পার্থক্য দেখা রয়েছে।
উত্তর কুইন্সে আগের বছরের তুলনায় চলতি বছর চুরি কমেছে ৩.৫ ভাগ। ২০২২ সালে যেখানে চুরি হয়েছিল ১,৮৭৮টি, সেখানে চলতি বছর হয়েছে ১,৮১৩টি। দক্ষিণ কুইন্সে চুরির সংখ্যা কমেছে ৭.৮ ভাগ। আগে যেখানে হয়েছিল ১,১৪৯ ভাগ, সেখানে এবার হয়েছে ১,০৫৯ ভাগ।
চলতি বছরের ৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিনের মেয়াদে গত বছরের একই সময়ের তুলনায় উত্তর কুইন্সে চুরি অনেক কমেছে। আগের বছরের তুলনায় চুরি কমেছে ২৬.৮ ভাগ। গত বছর যেখানে ছিল ১৫০টি, সেখানে এবার হয়েছে ২০৫টি।
দক্ষিণ কুইন্সে চুরি কমলেও তা উল্লেখযোগ্য নয়। আগের বছরের চেয়ে মাত্র একটি কম হয়েছে। ৫ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মেয়াদকালে আগের বছরে যেখানে চুরি হয়েছিল ৮৩টি, চলতি বছর সেখানে হয়েছে ৮২টি।