শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফেডারেল সহায়তা চান গভর্নর হোকুল

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০২:৩১, ২ ডিসেম্বর ২০২৩

ফেডারেল সহায়তা চান গভর্নর হোকুল

ফাইল ছবি

বন্যার ক্ষতি কাটাতে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে মেজর ডিসেসটার ডিকলারেশন করার অনুরোধ করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গত সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির কারণে ব্রুকলিন, ম্যানহাটান, নাসাউ কাউন্টির বন্যার ক্ষতি কাটাতে ফেডারেল তহবিল পেতে এই ঘোষণা দরকার।

গভর্নরের অফিস জানিয়েছে, এই ঘোষণা থেকে প্রাপ্ত অর্থ আবর্জনা অপসারণ, জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা এবং গণপূর্ত, সরকারি অবকাঠামো মেরামতে ব্যয় করা হবে।

গবর্নর হোকুল বলেন, ‘আমাদের রাজ্য সেপ্টেম্বরে নজিরবিহীন বৃষ্টিপাত প্রত্যক্ষ করে। এর ফলে নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিজুড়ে বিপর্যয়কর বন্যার সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘এই ঐতিহাসিক আবহাওয়াগত ঘটনা সামাল দিতে ফেডারেল সহায়তার অনুরোধ করছি।’

গভর্নরের হাউস থেকে বলা হয় যে ব্রুকলিনে সাত ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছিল, ম্যানহাটান, নাসাও এবং ওয়েস্টচেস্টার কাউন্টিতে হয়েছিল ছয় ইঞ্চি। বন্যার ফলে গণপরিবহনে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল।

যদি হোকুল মেজর ডিসেসটার ডিকলারেশন পেয়ে যান, তবে তিনি ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সির কাছ থেকে তহবিল নিশ্চিত করতে পারবেন।

শেয়ার করুন: