
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুস সবুর, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা ওয়ালী উল্লাহ আতিকুর রহমান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ফয়েজ চৌধুরী।
সমাবেশে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় সদস্য নুর আলম, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ গৌসুল হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আমানত হোসেন আমান, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফ হোসাইন, যুবনেতা আল মামুন সবুজ, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা উত্তম বনিক, যুবনেতা মনিরুল ইসলাম মনির, আনোয়ার হোসেন টিপু সোহাগ রানা, দিদার চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ !
সভায় বক্তারা অবিলম্বে অবৈধ প্রধান মন্ত্রীর আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল বাতিল করে, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আহবান জানান। সেই সঙ্গে ফরমায়েশি মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের সাজা প্রত্যাহারেরও দাবি জানান।