
ফাইল ছবি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় পেশাজীবী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।
এক বিবৃতিতে পেশাজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র শাখার পক্ষে সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল হক ও সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান বলেন, এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের আশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের তারা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান খান একুশে আগস্ট গ্রেনেড হামলার পর দেশের সব প্রগতিশীল পেশাজীবী সংগঠন নিয়ে পেশাজীবী সমন্বয় পরিষদ গড়ে তোলেন। এ সংগঠনের মহাসচিব হিসেবে দেশের প্রয়োজনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের সব চিকিৎসক, পেশাজীবী, নাগরিক এবং গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, টাঙ্গাইলের মাটি ও মানুষের নেতা ডা. কামরুল হাসান খান আগামী নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনটি দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে সরকারের কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসীন হবেন।