
ফাইল ছবি
নিউইয়র্ক সিটির গৃহায়ন সঙ্কট নিরসনের প্রয়াসে নগর কর্তৃপক্ষ কয়েক দশক ধরে বিদ্যমান জোনিং আইনের ব্যাপক সংস্কার এবং ডেভেলপাররে জন্য বিধিনিষেধ সহজ করার পরিকল্পনা করছে।
মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সকালে ট্রিবেকা পারফরমিং আর্টস সেন্টারে বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে উচ্চাভিলাষী পরিকল্পনাটি প্রকাশ করেন। এতে বাধ্যবাধকতাপূর্ণ পার্কিং স্পট প্রত্যাহার, ভবনের আকার বাড়ানোর সুযোগ প্রদান এবং স্টুডিও অ্যাপার্টমেন্টের সংখ্যার ওপর থাকা বিধিনিষেধ শিথিল করার কথা বলা হয়েছে।
তিনি বলেন, এই চলমান সঙ্কটের মধ্যেই নিহিত রয়েছে আমাদের অনেক সমস্যা। গৃহায়নের সঙ্কটের কারণে অনেক লোক আমাদের নগরী ত্যাগ করছে।
অ্যাডামস বলেন, ‘আমরা কোথা থেকে শুরু করব? সহজ কথা। আমাদের আরো বেশি বাড়ি বানাতে হবে। আমাদের যা করতে হবে, তা হলো : আরো বেশি বাড়ি, আরো বেশি অ্যাপার্টমেন্ট, আরো বেশি উন্নয়ন।’
নগর পরিকল্পনাবিদদের হিসাব অনুযায়ী, বর্তমানে যে চাহিদা রয়েছে, তা পূরণ করার জন্য আগামী ১৫ বছরে নিউইয়র্ক সিটিকে আরো এক লাখ ইউনিট বাড়ি বানাতেই হবে।
গত ২০ বছর ধরে প্রতি দশকে দুই লাখ করে ইউনিট নির্মাণের যে অনুমোদন দেওয়া হচ্ছে, তার চেয়ে এটি ৩৫ ভাগ বৃদ্ধি।
সিটি হল জানিয়েছে, ডেভেলপাররা যদি নি¤œ আয়ের লোকদের জন্য বরাদ্দ রাখে তবে তারা ভবনের আকার বাড়ানোর বিষয়টি অনুমোদন করতে পারে।
অ্যাডামস বলেন, ‘মিনেপোলিস থেকে টোকিও- নানা নগরী বাড়ির সরবরাহ বাড়ানোর মাধ্যমে খরচ কমিয়ে আনছে। আমরা কেন আমাদের চেয়ে ভালো কিছু করার সুযোগ টোকিওকে দিচ্ছি?’
সিটি প্লানিং কমিশনার ড্যান গারোডনিক বলেন, নগরীর আয়তন বাড়ানোর দীর্ঘ দিন ধরে যে প্রয়াস চলছে, তার বদলে নগরীর প্রতিটি এলাকায় আরো বেশি বাড়ি বানানোর কাজ করা উচিত।
অ্যাডামস নতুন যে রূপরেখার কথা ঘোষণা করেছেন, সেটাকে স্বাগত জানিয়েছেন কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস। এছাড়া গৃহায়নমুখী এবং ডেভেলাপারমুখী গ্রুপগুলোও একে স্বাগত জানিয়েছে।