
প্রতিকী ছবি
অভিজ্ঞতার অভাব এবং আরো কিছু বিতর্কের কারণে অভিবাসীদের গৃহায়ন এবং পরিচর্যার জন্য মেডিক্যাল সার্ভিস যোগানদাতা প্রতিষ্ঠান ডকগোর সাথে করা নগর কর্তৃপক্ষের দরপত্রবিহীন ৪৩১ মিলিয়ন ডলারর চুক্তিটি বাতিল করেছেন নিউইয়র্ক সিটির কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার।
ল্যান্ডার এক বিবৃতিতে চুক্তিটি বাতিলের ব্যাপারে বলেন, ‘আমার অফিস এই সিদ্ধান্তটি হালকাভাবে নেয়নি। সতর্কভাবে পর্যালোচনা করে আমরা বিদ্যমান নানা কারণে এই চুক্তিটি অনুমোদন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, গৃহায়নের ব্যবস্থা করার মতো প্রয়োজনীয় অভিজ্ঞতা ডকগোর নেই। এমনকি নিউইয়র্কে আসা হাজার হাজার অভিবাসীকে স্যোসাল সার্ভিস যোগান দেওয়ার মতো সক্ষমতা প্রতিষ্ঠানটির আছে কিনা তাও জানা নেই।
তিনি বলেন, ‘এটি একটি চিকিৎসা পরিষেবার কোম্পানি। এটি কোনো লজিস্টিক কোম্পানি নয়। তারা সামাজিক পরিষেবা কিংবা আইনগত সহায়তা প্রদান করার মতো অবস্থায় নেই।’
প্রতিষ্ঠানটি ফেডারেল সহায়তা বাবদ আসা ৪ বিলিয়ন ডলারের একটি চুক্তি করতে পারবে বলে এর সিইও অ্যান্থনি ক্যাপো দৃঢ়তার সাথে বলার পরপরই আগের চুক্তিটি বাতিল করার তথ্য প্রকাশিত হলো।
এই বাতিলের ফলে নগর কর্তৃপক্ষ বর্তমান চুক্তি অনুযায়ী ডকগোকে অর্থ প্রদান করতে পারবে না। তবে কম্পট্রোলার যেসব বিষয়ে আপত্তি উত্থাপন করেছেন, সেগুলো যদি কোম্পানিটি সুরাহা করতে পারে, তবে তারা ওই অর্থ পেতে পারে।
নিউইয়র্ক সিটির মেয়রও ল্যান্ডারের প্রত্যাখ্যানের বিষয়টি উপেক্ষা করেননি। ফলে ডকগো তাদের পরিষেবা প্রদান অব্যাহত রাখবে কিনা তা তাদের ওপরই বর্তাচ্ছে।
ডকগোর বিপদ কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তাদের নিরাপত্তা পরিষেবা নিয়ে গভর্নর ক্যাথি গোকুলও প্রশ্ন তুলেছেন। কোম্পানিটি সিটি মাইগ্রেন্ট শেল্টারগুলোতে নিবন্ধনহীন নিরাপত্তা প্রহরী নিয়োগ করেছে- এমন অভিযোগের সত্যতা পেয়েছে গভর্নরের অফিস।
মেয়র অ্যাডামস গত ৫ মে জরুরিভিত্তিতে দরপত্র এড়িয়ে ডকগোর সাথে চুক্তি করেছিলেন।