রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

এনওয়াইপিডির পরিসংখ্যান প্রকাশ

কুইন্সে চুরি ডাকাতি ও অপরাধ কমছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৩, ৮ সেপ্টেম্বর ২০২৩

কুইন্সে চুরি ডাকাতি ও অপরাধ কমছে

প্রতিকী ছবি

কুইন্সে ডাকাতি, চুরি এবং অন্যান্য ধরনের সম্পত্তিগত অপরাধ কমছে বলে সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে। এনওয়াইপিডি ২৮ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত উত্তর দক্ষিণ কুইন্স এলাকা নিয়ে যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতেই তথ্য জানা গেছে। এতে দেখা যাচ্ছে যে ২০২২ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে অপরাধ কমেছে।

সমীক্ষায় কুইন্সের যে ১৬টি এলাকার তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে কেবল দক্ষিণ কুইন্সের ১০২তম প্রিসিনক্টে আলোচ্য সময়ে একটি খুন হয়েছে।

এতে বলা হয়, বেশির ভাগ এলাকায় ডাকাতি কমেছে। আবার উত্তর কুইন্সের বেশির ভাগ এলাকায় চলতি বছর চুরি বেশ কমেছে। দক্ষিণ কুইন্সের অবস্থাও খারাপ নয়।

উত্তর দক্ষিণ উভয় কুইন্সের বেশির ভাগ এলাকায় বড় ধরনের চুরিও কমে গেছে।

ধর্ষণের ক্ষেত্রেই ইতিবাচক খবর পাওয়া গেছে। চলতি বছর ১০০তম, ১০২তম, ১০৩তম, ১০৭তম ১১৩তম প্রিসিনক্টে কোনো ধর্ষণ হয়নি। ১০১তম, ১০৫তম ১০৬তম প্রিসিনক্টে একটি করে ধর্ষণ হয়েছে।

তবে বেশির ভাগ এলাকায় খুন বেড়েছে। ১১১তম প্রিসিনক্ট ছাড়া সব জায়গাতেই বিষয়টি প্রযোজ্য।

শেয়ার করুন: