
নিউইয়র্কে বাংলাদেশ হেরিটেইজ মান্থ রিসেপসনে বক্তব্য রাখছেন সিটি মেয়র এরিক এডামস
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের বাস ভবনে উদযাপিত হয়েছে ইধহমষধফবংয ঐবৎরঃধমব গড়হঃয জবপবঢ়ঃরড়হ: গত মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম বারের মতো আয়োজিত অনুষ্ঠানে মেয়র এরিক এডামস আয়োজন সহযোগিতার জন্য তারই এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানের প্রশংসা করেন।
মেয়র বলেন, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিরা ক্রমবর্ধমান। এই সিটির উন্নয়নে বাংলাদেশিদের ভূমিকা উল্লেখ করার মতো। চাকুরিসহ সব ক্ষেত্রে বাংলাদেশিরাও সমতার ভিত্তিতে সুযোগ পাবেন। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্বস্থানীয় বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি অংশ নেন।
এতে মেয়রের পক্ষ থেকে প্রিমিয়াম গ্রুপের কর্ণধার বাবু খান, শাহ ফাউন্ডেশনের কর্ণধার শাহ জে চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার সহ আরো দুইজনকে সাইটেশন প্রদান করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কের কনসাল জেনারেল মনিরুল ইসলামও বক্তব্য রাখেন।