শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে ই-বাইক ও ই-স্কুটার নিষিদ্ধ হচ্ছে

হেলিম আহমদ

প্রকাশিত: ২১:৪৩, ২৭ জানুয়ারি ২০২৩

নিউইয়র্কে ই-বাইক ও  ই-স্কুটার নিষিদ্ধ হচ্ছে

ফাইল ছবি

যথাযথ মাত্রার তদারকি না হওয়া পর্যন্ত ইলেকট্রনিক স্কুটার ইলেকট্রনিক বাইক নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন কাউন্সিলম্যান রবার্ট হোল্ডেন। কুইন্সের রিজউড গ্লেনডেল এলাকার প্রতিনিধিত্বকারী হোল্ডেন গত সপ্তাহেই তার বিলটি উপস্থাপন করেছেন।

এই আইনপ্রণেতা বলেন, অনেক রাইডার ট্রাফিক আইন অগ্রাহ্য করে। আর তাদের এগুলো চালাতে কোনো লাইসেন্সের প্রয়োজন না পড়ায় তারা বেপরোয়া হয়ে পড়ে। ফলে দুর্ঘটনা অব্যাহতভাবে বাড়ছে। তাছাড়া -বাইক -স্কুটারের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার ঘটনাও আছে বলে তিনি জানান।

তিনি বলেন, এসব যান নিবন্ধন, লাইসেন্স বীমা করার জন্য আইন পাস না হওয়া পর্যন্ত এগুলো নিষিদ্ধ থাকা দরকার।

হোল্ডেন বলেন, এসব যান ব্যবহারকারীরা লোকজনকে আঘাত করা এমনকি মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছে। আর লিথিয়াম আয়নভিত্তিক ব্যাটারি আগুন সৃষ্টি করে। এতেও বেশ কয়েকজন মারা গেছে, আহত হয়েছে শত শত লোক। এগুলো জীবনের মান ক্ষুন্ন করছে।

তিনি বলেন, এগুলো রাস্তায় নামানোর আগে নিশ্চিত করতে হবে যে এসব যান নিরাপদে চালানো হবে।

তার আইনটি পাস হলে নিউইয়র্ক সিটিতে -স্কুটার -বাইক নিষিদ্ধ হয়ে যাবে। এই আইন লঙ্ঘনকারীকে ৫০০ ডলার জরিমানা করা হবে।

শেয়ার করুন: