রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কেন্দ্রীয় যুবদলে সাইদ-ইলিয়াস

জ্যাকসন হাইটসে আনন্দ সমাবেশ

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৭, ৫ মার্চ ২০২৩

জ্যাকসন হাইটসে আনন্দ সমাবেশ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র যুবদলের দুই নেতা যথাক্রমে আবু সাইদ আহমদ   ইলিয়াস খান বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্পাদকীয় পদ দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদনে সম্প্রতি সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের কমিটি অনুমোদন করেছেন।

এতে যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ মর্যাদায় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ইলিয়াস খান সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় যুবদল কমিটি ঘোষণার পর যুক্তরাষ্ট্রের দুই নেতা আবু সাইদ আহমদ ইলিয়াস খান কেন্দ্রীয় যুবদলে স্থান পাওয়ায় ওই রাতেই যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা মিষ্টি মুখের পাশাপাশি আনন্দ সমাবেশ করেছেন।

জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত আনন্দ সমাবেশে যুবদলের নেতা-কর্মী ছাড়াও বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন। এসময় দলীয়  নেতা-কর্মীরা আবু সাইদ আহমদ ইলিয়াস খানকে ফুলেল শুভেচ্ছা জানান।

আনন্দ সমাবেশে নেতৃ বৃন্দেও মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, বিএনপি নেতা এবাদ চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম বাতিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ভিপি জহির  মোল্লা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র  যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, আমানত হোসেন আমানযুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাইফুর খান হারুন, বাদল মির্জা, মো. আলী মিলন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব ফয়েজ আহমদ  চৌধুরী, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসাইন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ন আহবায়ক মো. রিপন মিয়া, সদস্য  সুলতান আহমেদ ভুইয়া, নিউইয়র্ক স্টেট যুবদল নেতা সিদ্দিক পাটওয়ারী, বুরহান উদ্দিন, সেলিম আহমেদ, ইঞ্জিনিয়ার মো. মাইনুদ্দিন, অহিদুজ্জামান নিলু, হামিদুল্লাহ হামিদ রকি, মো. মজিদ, কোকো স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, ছাত্রনেতা হাফেজ শাহবাজ আহমেদ, জহির খান, সায়েম আহমেদ, মো. মনিরুল ইসলাম মনির নিউইয়র্ক স্বেচ্ছাসেবক দলের নেতা মো. খোরশেদ আলম, নুর হোসেইন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন: