
নিউইয়র্কে ফরিদা পারভীনের অনবদ্য সঙ্গীতসন্ধ্যা
নিউইয়র্কে হয়ে গেলো লালনস¤্রাজ্ঞী ফরিদা পারভীনের একক সংগীতসন্ধ্যা। গত ১১ নভেম্বর , শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের সুপরিচিত হোম কেয়ার আশা হোম কেয়ার, আশা সোস্যাল ডে কেয়ার ও চৌধুরী হাসান এমডি প্রেজেন্ট এ অনবদ্য সঙ্গীতসন্ধ্যায় মুগ্ধ হন দর্শকরা। ফরিদা পারভীন তার জনপ্রিয় গানগুলো দিয়ে মধ্যরাত পর্যন্ত দর্শকদের মাতিয়ে রাখেন। গাজী আবদুল হাকিমের বাঁশিতেও অনুষ্ঠানে মজেছিলেন দর্শকরা।
ফরিদা পারভীন নিজের পছন্দ ছাড়াও দর্শকদের অনুরোধের বেশক’টি সংগীত পরিবেশন করেন। সংগীতসন্ধ্যায় ফরিদা পারভীন ও গাজী আবদুল হাকিমকে স্বাগত জানান আশা হোম কেয়ার ও আশা সোস্যাল ডে কেয়ার এর প্রেসিডেন্ট আকাশ রহমান ও ভাইস প্রেসিডেন্ট এশা রহমান।
সংগীতের মধ্যখানে বক্তব্য রাখেন সংগীতসন্ধ্যার অন্যতম উদ্যোক্তা ডা. চৌধুরী সারওয়ারুল হাসান ও গেস্ট অব অনার বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম। স্বাগত বক্তব্যে আকাশ রহমান সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া খন্দকার।