রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

খান শওকতের নাটকে কলকাতায় তৃতীয় বঙ্গবন্ধু নাট্যোৎসব

নবযুগ ডেস

প্রকাশিত: ২১:১৭, ২১ জুলাই ২০২৩

খান শওকতের নাটকে কলকাতায় তৃতীয় বঙ্গবন্ধু নাট্যোৎসব

খান শওকতের নাটকে কলকাতায় তৃতীয় বঙ্গবন্ধু নাট্যোৎসব

সম্প্রতি কলকাতার মিনার্ভা থিয়েটার রঙ্গমঞ্চে পরিবেশিত হলো খান শওকতের লেখা নাটকহৃদয়ে বঙ্গবন্ধু নাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়।

নাটকে বঙ্গবন্ধু চরিত্রে সাবলীল অভিনয় করেন সমিত চৌধুরী, খন্দকার  মোশতাক চরিত্রে অনুপ দাস, আব্দুল মান্নান চরিত্রে সঞ্জয় আচার্য্যসৈয়দ নজরুল ইসলাম চরিত্রে সৌভিক দাস, তোফায়েল আহমেদ চরিত্রে  সৌমিক বসু, রেজ্জাক রাজাকার চরিত্রে সৌরভ মুখোপাধ্যায়, শেখ কামাল চরিত্রে স্বাগতম দত্ত, কাজের লোক আবুল চরিত্রে বিক্রম  দেবশর্মা, শেখ হাসিনা চরিত্রে শ্রেয়সী গাঙ্গুলী, বেগম ফজিলাতুন্নেসা চরিত্রে মৌসুমী কর, রফিক চরিত্রে দিবেন্দু বনিকের অভিনয় দর্শক সমাদৃত হয়েছে।

মুক্তিযোদ্ধা চরিত্রে সায়নী সরকার, ঐশী সরকার, রিম্পা রুহ দাস, মনোজ রাজ ভাঁড় পাকিস্তানী সেনা চরিত্রে শুভজিৎ দে বেশ সাবলীল অভিনয় করেন। আলোক পরিকল্পনায় অরুনাভ দাসগুপ্ত, আবহ প্রতীপ সাউ, মঞ্চ সামগ্রিক তত্ত্বাবধানে অদৃজা চট্টপাধ্যায় এবং পরিচালক সমিত চৌধুরীর মুন্সীয়ানায় ৯০ মিনিটের নাটকটি হলভর্তি দর্শকদেরকে টান টান উত্তেজনায় ধরে রাখে।

শেয়ার করুন: