রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

 ‘এইসব নাটক থেকে আমাদের শেখার আছে’

বাংলা ছবি ‘কাছের মানুষ’ এবং ‘বহিরাগত’

শিউল মনজুর

প্রকাশিত: ১১:০৪, ১৫ জুলাই ২০২৩

বাংলা ছবি ‘কাছের মানুষ’ এবং ‘বহিরাগত’

ফাইল ছবি

অনেকগুলো মালমসল্লার বিনিময়ে নির্মিত হয় বড়পর্দার ছবি বা সিনেমা। বলা যেতে পারে মারামারি, গান, নৃত্য, প্রযুক্তির কারিশমা মিলে বাণিজ্যিক ছবিগুলো নির্মিত হয়। এখানে গল্প থাকে খুবই অল্প। অভিনয়ের পরিধিও থাকে কম। বলতে দ্বিধা নেই, সস্তা বিনোদনের উপকরণই প্রধান্যপায় আজকালকের সিনেমায় বেশি। মূলত নির্মাতাদের লক্ষ্য থাকে মুনাফা বা বাণিজ্য!

অন্যদিকে ছোটোপর্দার নাটকগুলোতে এখনো প্রাধ্যন্য পায় সমাজবাস্তবতার গল্প অভিনয় শিল্পীদের দক্ষতা এবং নির্মাতাদের মধ্যে বাণিজ্য বা মুনাফার চাইতে দর্শকপ্রিয়তা অর্জনের বিষয়টি কাজ করে বেশি। তবে কখনো কখনো বাজে চলচ্চিত্র এর মতো বাজে নাটকও নির্মিত হয়, যেগুলো আমাদের সমাজের উপর খারাপ প্রভাব বিস্তার করতে থাকে। এবার ইদের ছুটিতে বেড়ানোর ফাঁকে ফাঁকে বেশ কযেকটি ভালোমন্দের নাটক দেখা হয়েছে, ইউ টিউবের সৌজন্যে। এর মধ্যে যে কয়েকটি নাটক আমার মনে হয়েছে পরিবার পরিজনদের নিয়ে একসাথে বসে দেখা যেতে তার মধ্যে, কাছের মানুষ বহিরাগত অন্যতম।

এক. কাছের মানুষ

মধ্যবিত্ত পরিবারের কাহিনী নিয়ে চিত্রায়িত কাছের মানুষ নাটকটি পরিবার পরিজন নিয়ে একসাথে বসে দেখার একটি চমৎকার নাটক কাছের মানুষ। পরিবারের কর্তার মৃত্যুরপর প্রবাসী বড় ছেলে এনাম দেশে ফিরে, ধৈর্য ভালোবাসা দিয়ে সবাইকে নিয়ে বাবার রেখে যাওয়া বড় অংকের ঋণ শোধ সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে একটি পরিবারের সকল সদস্যকে একই বন্ধনে আগলে রাখার একটি নান্দনিক গল্পের নাটক কাছের মানুষ। নাটকটির গল্প নির্মাণ পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। প্রযোজনা করেছেন শাহেদ আলী পাপ্পু। গল্পের চরিত্র অনুযায়ী সবাই চমৎকার অভিনয় করেছেন। বিশেষ করে পরিবারের বড় ছেলের ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন অপূর্ব। শুধু রোমান্টিক চরিত্রে নয়, সব ধরণের চরিত্রে যে অপূর্ব ভালো অভিনয় করতে পারেন, এটি তারই প্রমাণ বলা যেতে পারে। তবে বড় কথা ধরণের নাটক যত বেশি ছোটো পর্দায় দেখা যাবে তত বেশি আমাদেরকে পরিবার কেন্দ্রিক মনমানসিকতা তৈরী করতে সাহায্য করবে। এমন একটি পরিচ্ছন্ন নাটক উপহার দেবার জন্য নির্মাতাসহ সকলকে অভিনন্দন।

দুই. বহিরাগত

সম্প্রতি কুরবাণী ঈদে ইউ টিউবে রিলিজ হওয়া পারিবারিক সমস্যা নিয়ে নির্মিত আরেকটি নাটক বহিরাগত। মূলত, স্বামী-স্ত্রীর মধ্যে, বিচ্ছেদ হয়ে যাওয়ার পর, শিশুকে নিয়ে একজন পিতার কষ্টকর জীবনের গল্পনিয়ে নির্মিত নাটকটি যেনো আমাদের সমাজেরই চিত্র ধারণ করেছে। ক্লোজআপ নিবেদিত, রুবেল হাসান পরিচালিত নাটকটির গল্পের স্ক্রিপট নির্মাণ করেছেন মেজবাহ উদ্দিন সুমন। অভিনয় করেছেন অপূর্ব, তটিনী, রীণাখান অন্যান্য। এরই মধ্যে নাটকটি প্রায় চল্লিশহাজার দর্শক দেখে ফেলেছেন এবং দেখারপর দর্শকরা পজেটিভ মন্তব্যই করেছেন। শিশুরা পরিবারের প্রাণ। স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে তারাই ক্ষতিগ্রস্থ হয় সবচেয়ে বেশি। সুতরাং স্বামী স্ত্রীকে অবশ্যই এদিকটা বিবেচনা করেই বিচ্ছেদের পথে না হাটাই উত্তম। সিক্রেফাইজ মিলেমিশে পরিবারের মধ্যে থাকাটাই লক্ষ্য হওয়া উচিত। এতে শিশুরা মানসিক শারীরিকভাবে শক্তিশালী হয়। এবং পরিবার সমাজের তারাই প্রতিনিধিত্বশীল মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। বহিরাগত নাটকটি সবাইকে দেখার আমন্ত্রণ।

নাটক নিয়ে এই লিখালিখির অন্যতম কারণ হচ্ছে, এইসব নাটক থেকে আমাদের শিখার আছে। পাশাপাশি আমাদের ভবিষ্যত সন্তানদেরকে, পারিবারিক সামাজিক জীবনের সাথে সব সময় যাতে সম্পৃক্ত রাখা যায় এবং ভিন্নপথে যাতে তারা গমন না করে সে জন্য অভিভাবক শ্রেণী সন্তানদেরকে অনুপ্রাণিত করার ক্ষুদ্র প্রচেষ্টামাত্র।

শিউল মনজুর। মেরীল্যান্ড, আমেরিকা। ফোন : ৩০১ ৫৪৯ ৬৯০৪.

শেয়ার করুন: