রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে কনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস ১ জুলাই

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ২৩:২৭, ২৪ জুন ২০২৩

নিউইয়র্কে কনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস  ১ জুলাই

ফাইল ছবি

নিউইয়র্কে এই প্রথম নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গীতানুষ্ঠানকনসার্ট ফর দ্য অপ্টিমিস্টস আগামী জুলাই, শনিবার জামাইকার ওয়েক্সফোর্ড ট্যারেসের মেরি লুইস অ্যাকাডেমির মিলনায়তনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এতে নতুন প্রজন্মের শিল্পীরা ছাড়াও গান গাইবেন দেশ বিদেশের জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক প্রযোজক ফুয়াদ আল মুকতাদির।

সঙ্গীতানুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ যুক্তরাষ্ট্রের দানশীল সংস্থাদ্য অপ্টিমিস্টস’-এর তহবিলে প্রদান করা হবে বলে জানান আয়োজক রাহাত মুকতাদির। তিনি বলেন, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। তবে কেউ উৎসাহী হয়ে কেউ কিছু দান করলে সেই অর্থ আমরা দানশীল সংস্থা দ্য অপ্টিমিস্টসের তহবিলে জমা করবো।

কনসার্টটে প্রিয়াংবদা ব্যানার্জি, সোনিয়া লাক্মিন লাবনি, রুদাবা, রানান, জোনাথন জাস্টিন ছাড়াও বিশেষ আকর্ষন হিসেবে থাকবে সময়ের জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক প্রযোজক ফুয়াদ আল মুকতাদির তার ব্যান্ড দল ফুয়াদ আন্ড ফ্রেন্ডস। যন্ত্রসঙ্গীতে থাকবে নিউইয়র্কের জনপ্রিয়মাটি ব্যান্ড  ফুয়াদ ১৯৮৮ সালে আট বছর বয়সে বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসেন। এখানে আসার পর একটি জুনিয়র স্কুলে ভর্তি হন। তিনি সব সময় সঙ্গীত নিয়ে ব্যস্ত থাকতেন। অবশেষে ১৯৯৩ সালে মধু, হিমেল, শুমন এবং  ফ্রেডকে সাথে নিয়ে তিনি একটি ব্যান্ড দলযেফিরগঠন করেন। ১৯৯৯ সালে ব্যান্ড ভেঙে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা অনেকগুলো গান রেকর্ড করেন। তারা নিউইয়র্ক শহরের বাংলাদেশি বসবাসকারীদের জন্য দুইটি এলবাম মায়া- এবং মায়া- বের করেন।

ফুয়াদ জনপ্রিয়তা লাভ করেন তার সঙ্গীতায়জনে মিলার কণ্ঠে বাপুরাম সাপুরে এবং রুপবানে নাচে কোমর দোলাইয়া গানে। এছাড়াও ওয়ার্ল্ড কাপ টি-২০ থিম সংচার ছক্কা হই হইগানেও তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।

যেফির ব্যান্ড ছেড়ে আসার তার প্রথম রেকর্ড হলরি-এভুলেশন। অবস্কুর ব্যান্ডের কীবোর্ড বাদক সোহলে আজিজের সহায়তায় এই এলবামটি বের হয়। এই এলবামটিতে প্রধান গায়ক গৌণ গায়কের গাওয়া ১৪ টি গান অন্তর্ভুক্ত আছে। এই এলবামে আসল গানের পাশাপাশি একই গানের রিমিক্স গান অন্তর্ভুক্ত আছে। লিটুরসিলতিঅনীলা নাজ চৌধুরীরঝিলমিল’, আমরিন মুসারভ্রমর কইয়োএবংমন চাইলে মনএর রিমিক্স গান এই এলবামে রয়েছে। ফুয়াদ ভ্যারিয়েশন নং ২৫ প্রয়োজিত হয় ২০০৬ সালে। ২০০৬ সালে এরপর জি-সিরিজ এবং আরশির ব্যনারে এই এলবামে আরো দুইটি নতুন গান অন্তর্ভুক্ত করে পূর্বের এলবামটি ভ্যারিয়েশন নং ২৫. নামে পুনরায় বের করা হয়। এই এলবামের কয়েকটি গানের নাম হল পুনমেরনবীনারাজিব/ফুয়াদেরনিটোল পায়েএবং বাপ্পা মজুমদারেরকোন আশ্রয় ফুয়াদেরবন্যএলবামটি বের হয় ২০ জুলাই, ২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে। এই এলবামের কয়েকটি গানের নাম হলো উপলেরতোর জন্য আমি বন্য’, ফুয়াদ/বিশপেরবন্য ্যাপ’, ফুয়াদেরজংলী’, দা-দুষ্ট নাম্বারএবং নিটোল পায়ে (লাইভ)

শেয়ার করুন: