শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউআমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবের বার্ষিক সমাবেশ

নবযুগ ডেস্ক

প্রকাশিত: ২৩:১১, ২০ জানুয়ারি ২০২৩

নিউআমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবের বার্ষিক সমাবেশ

ফাইল ছবি

মূলধারার রাজনীতিতে কমিউনিটির পথিকৃত হিসেবে বিবেচিত মোর্শেদ আলমের গড়ানিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবসহ ৩টি সংগঠনের একাদশতম বার্ষিক সম্মেলনে আবারো ধ্বনিত হলো নবউদ্যমে প্রিয় মাতৃভূমির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার। মার্কিন প্রশাসন রাজনীতিতে আরো জোরালোভাবে জড়িয়ে পড়ার এবং সিটিজেনশিপ গ্রহণকারী সকলকে ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হবার।

গত রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনের সমাবেশে কংগ্রেসওম্যান ইভ্যাটি ডি ক্লার্ক, স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, ক্যাটালিনা ক্রুজ, স্টেট সিনেটর জন ল্যু, জেসিকা গঞ্জালেজ, সিটি কম্পট্রোলার ব্র্যাড লেন্ডার, সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিচালক দিলীপ চৌহান, এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

কমিউনিটিতে বিশেষ অবদানের জন্যে সময় অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল হাসান, ডিএনসি  মেম্বার খোরশেদ খন্দকারসহ বেশ কয়েকজনকেবিশেষ সম্মাননা  ক্রেস্টপ্রদান করা হয়। অনুষ্ঠান সফল করতে সার্বিকভাবে কাজ করনে আহনাফ আলম, রুবাইয়া রহমান, অধ্যাপিকা হুসনে আরা, রীনা সাহাসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

শেয়ার করুন: