
ছবি - নবযুগ
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন এবং মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মানে আয়োজনে গত ৭ সেপ্টেম্বর ৭৫ স্ট্রিটে আয়োজন করা হয় হেরিটেজ মেলার। মেলায় বিপুল পরিমাণ বাংলাদেশি যোগ দেন।
মিয়া মোহাম্মদ দুলাল, এলবিস ও ফৌজিয়ার উপস্থাপনায় বেলুন উড়িয়ে হেরিটেজ মেলার উদ্বোধন করেন মেলার চেয়ারম্যান, এনওয়াই হোমকেয়ারের প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম আজিজ ও মেলার কনভেনর, জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইর সাবেক ভাইস প্রেসিডেন্ট মহসীন নীরা, কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের প্রতিনিধি রোকেয়া আক্তার, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী লিটু চৌধুরী, জেবিবিএর কর্মকতা আতিকুল ইসলাম জাকির, এপিএ সরোয়ার চৌধুরী, এভিটিভির প্রতিনিধি আবুল কাশেম। অতিথি হিসাবে ছিলেন অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস রোহাস, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, বিচারক সোমা সাঈদ, ঠিকানার প্রতিনিধি অনুভা শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, শাহ জে চৌধুরী, কমিউনিটি বোর্ড থ্রির কর্মকর্তা জোবানি রিড, বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, সাবেক বিচারপতি র্যাফায়েল, কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব, ফেড রকি, অ্যাসেম্বলিওম্যান ক্যাটেলিনা ক্রুজের প্রতিনিধি জামি কাজী প্রমুখ।
এম আজিজ মূলধারার রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, যখন আসে তখন আপনারা আমাদের কাছে আসেন। আমরা আপনাদের ভোট দিই। আপনাদেরও আমাদের কাজ করে দিতে হবে। আমাদের এখন বড় প্রয়োজন বয়স্কদের জন্য এডাল্ট ডে কেয়ার সেন্টার এবং শিশুদের জন্য ডে কেয়ার সেন্টার। তারা তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরো বলেন, এই ধরনের মেলার আমাদের কমিউনিটির জন্য প্রয়োজন কারণ এই মেলার মাধ্যমে আমরা বাংলাদেশকে তুলে ধরতে পারি এবং নতুন প্রজন্মের সামনে আমাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরছি।
গিয়াস আহমেদ বলেন, জেবিবিএর আয়োজনে প্রতি বছরই এই ধরনের মেলা হয়ে থাকে। এবার ফাহাদ সোলায়মান মেলার আয়োজন করেছে। এই ধরনের উদ্যোগে বাংলাদেশকে উপস্থাপনের পাশাপাশি কমিউনিটিকে উপস্থাপন করা হয়। ফলে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি পায়।
জেসিকা গঞ্জালেস রোহাস এ ধরনের উদ্যোগে তার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং কমিউনিটির কল্যাণে কাজ করার শাহ জে চৌধুরী, আমিন মাকজুমি ম্যাকসহ কয়েকজনকে সাইটেশন প্রদান করা হয়। এছাড়াও মেলার পক্ষ থেকে কমিউনিটি বোর্ড থ্রি, চেয়ারম্যান এম আজিজসহ বেশ কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
মেলায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী কালা মিয়া, কিশোর দাস, কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া হাসান, নাজু আকন্দ, শশী, শাহ মাহবুব, আফতাব জনি, টিনা রাসের ও শামীম সিদ্দিকী।
সবশেষে ফাহাদ সোলায়মান সবাইকে ধন্যবাদ জানান মেলা সফল এবং সার্থক করার জন্য।