
ছবি - নবযুগ
জনপ্রিয় ডে কেয়ার নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে কেয়ারের উদ্যোগে আনন্দঘন রিভারক্রুজ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর আয়োজন করা হয় এ রিভারক্রুজের। ফ্লাশিংয়ের ওয়ান মেরিনাঘাটে ফিতা কেটে রিভারক্রুজের উদ্বোধন করেন গোল্ডেন এজ হোম কেয়ার কর্ণধার শাহ নেওয়াজ।
এ সময় প্রতিষ্ঠানের সিসিও ফুয়াদ হোসেন, সিএফও জাহিদ আলম এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর স্কাই লাইন রিভার ক্রুজ ইস্ট রিভার হয়ে হাডসন ঘুরে বিকেলে সূচনাস্থলে এসে শেষ হয়। রিভারক্রুজে সিনিয়র এডাল্ট ডে কেয়ারের বিপুল পরিমাণ সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রায় ৪ ঘণ্টার ক্রুজে নেচে গেয়ে আনন্দ করেন সিনিয়ররা। সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ, রেশমি মির্জা, শিমুল খান ও সজীব প্রমুখ। অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্রও। রিভারক্রুজে অংশ নিতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন নিউইয়র্ক সিনিয়র এডাল্ড ডে কেয়ারের সদস্যরা। তারা ধন্যবাদ জানান সিসিও ফুয়াদ হোসেন, সিএফও জাহিদ আলম ও ম্যানেজার তুষারসহ সংশ্লিষ্ট সকলকে।