শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

গোল্ডেন এজ হোমকেয়ারের  উদ্যোগে ঈদে মিলাদুন্নবী 

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

গোল্ডেন এজ হোমকেয়ারের  উদ্যোগে ঈদে মিলাদুন্নবী 

ছবি - নবযুগ

নিউইয়র্কে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন এজ হোমকেয়ারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর, সোমবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গোল্ডেন এজ হোমকেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- গোল্ডেন এজ হোমকেয়ারের মূল প্রতিষ্ঠান শাহনেওয়াজ গ্রুপের (এসএনজি) চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ।

অতিথি হিসাবে বক্তব্য দেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, ফাহাদ সোলায়মান, ইসলামি চিন্তাবিদ ড. মুতাওয়াক্কেল বিল্লাহ রাব্বানি, ইমাম কাজী কায়্যুম, সৈয়দ মুসতানজিদ বিল্লাহ রাব্বানি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট শাহ শহীদুল হক সাঈদ, অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা, ১১৫ প্রিসিঙ্কটের নির্বাহী অফিসার জাগহাম আব্বাস, সাবেক সিটি কাউন্সিল মেম্বার হায়রাম মনসেরাত প্রমুখ। অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন করেন শাহনেওয়াজ গ্রুপের (এসএনজি) ভাইস-চেয়ারম্যান ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী রানো নেওয়াজ।
 

শেয়ার করুন: