শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বঙ্গবন্ধু ফাউন্ডেশন  ও বঙ্গবন্ধু পরিষদ যৌথ সমাবেশ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৪:০৭, ৯ মে ২০২৫

বঙ্গবন্ধু ফাউন্ডেশন  ও বঙ্গবন্ধু পরিষদ যৌথ সমাবেশ

ছবি - নবযুগ

গত ৪ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন এবং বঙ্গবন্ধু পরিষদ-এর  যৌথ উদ্যোগে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং অসাংবিধানিকভাবে বাংলাদেশে সরকার পতনের গভীর ষড়যন্ত্র এবং তাদের পৃষ্ঠপোষক বাহিনীর বাংলাদেশ এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের  চেতনাবিরোধী কার্যকলাপের প্রতিবাদে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আওমী লীগকে আবারো সুসংগঠিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নুরান নবী, ডা. মাসুদুল হাসান, সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীকৃতি বড়–য়া। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনর সভাপতি আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক  কামাল হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সহ নর্থ আমেরিকা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। অনুষ্ঠানটি শেষ হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল টেলিফোন ভাষনের মধ্য দিয়ে। এ সময় শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের।
 

শেয়ার করুন: