শুক্রবার, ০৯ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

খাইরুল ইসলাম পাখি’র  কিচিরমিচির- সাতচল্লিশ

গায়ে চুনকালি মেখে  ঘুরবেন, নাকি  ধুয়ে নেবেন?

খাইরুল ইসলাম পাখি

প্রকাশিত: ১৪:০১, ৯ মে ২০২৫

গায়ে চুনকালি মেখে  ঘুরবেন, নাকি  ধুয়ে নেবেন?

ছবি: সংগৃহীত

তেলবাজি একটি সামাজিক রোগ, এ রোগে অনেকেই আক্রান্ত এবং সারা বিশ্বেই এই রোগের প্রবণতা দেখা যায়। তবে যে সমাজ যত কলুষিত সে সমাজে তেলবাজদের বিচরণ বেশ চোখে পড়ার মতো। সে হিসেবে আমাদের সমাজে তেলবাজদের বিচরণ উদাহরণ সম। রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে শিল্পাঙ্গন কোথায় নেই এরা! তেল সিক্ত মাথায় যদি আরো কিছু তেল লেপটে সহজে কিছু পাওয়া যায়, তবে মন্দ কি? এতে তো তেমন কোন পরিশ্রম নেই। লোকে কি ভাবলো, তাতে কি এসে যায়? আমি তো ভালো আছি। দু’কান কেটেছে তো কি হয়েছে?!

মজার বিষয় হলো তেলবাজদের মানুষ সহজেই চেনে। আমাদের চারপাশে যেসব মানুষদের তৈল ডিব্বা নিয়ে ঘুর ঘুর করতে দেখি তাদের সবাই বেশ চেনে-জানে এবং ওনারা কারো পছন্দের তালিকায় খুব একটা নেই। তাদের দুর্ভাগ্যটা এখানেই যে তেল মেরে তারা নিজেদের স্বার্থ উদ্ধার করলেও মন থেকে মানুষ তাদের মন্দ বলেই চেনে বা জানে। তারপরও তারা নিরেট নির্লজ্জ না হলে শুধু শুধু অকারনে কারো পিছনে পিছনে তেলের শিশি নিয়ে ঘুরতো না। 
নিউইয়র্ক শহরকে আমরা বলি প্রবাসে একখ- বাংলাদেশ। এ শহরেও তেলমারা -দের দৌরাত্ম বেশ দেখার মত! বিশেষ করে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া ও অসাধু লোকজনের সাথে পাছে এদের ঘুরঘুর করতে বেশ দেখা যায় এখানে। রাজনৈতিক ভাবেও এখানে কেউ কেউ প্রভাব খাটিয়ে চলার চেষ্টা করে এবং তাদের আশপাশেও তেল মারা দের অভাব হয় না।
দেশ থেকেও অনেকে দেশি তেল নিয়ে এসে এখানে কারো কারো শরীরে বেশ মাখামাখি করেন। এদের আদিখ্যেতা দেখেও অনেকে আবার বিনোদিত হন। যাই হোক সুযোগ সন্ধানী এসব মানুষদের থেকে নিজেকে বাঁচানো এবং সম্ভব হলে অন্যদের বাঁচানোই শ্রেয়। আর স্বেচ্ছায় যেসব অন্তসারশূন্য, মাকাল ফল ও লেফাফা দুরস্তরা ফ্রি তেল খেতে বা অকারনে স্তুতি গিলতে পছন্দ করেন, তাদের বিষয়টি আলাদা। তবুও তাদের বলবো আপনারা হয়তো ভাবেন মানুষ আপনাকে উচ্চাসনে রাখে কিন্তু এটা সত্য না। সত্য হলো, তেলবাজদের মতোই ভেতরে ভেতরে মানুষ আপনাকেও নেতিবাচক ভাবে দেখে এবং মনে মনে ধিক্কার দেয়। তাই আপনি কি করবেন, আপনার কি করনীয়, আপনি নিজে নিজেই ভেবে নিন। আর তেলবাজরাও ভাবুন, গায়ে কালি মেখে ঘুরবেন, নাকি নিজেকে পরিস্কার করবেন না ক্ষানিকটা হলেও ধুয়ে নেবেন!
 লেখক: অভিনেতা। 
 

শেয়ার করুন: