
ছবি: সংগৃহীত
ডাক্তাররাও কিন্তু বলেন প্রাণ খুলে সজোরে হাসুন, যা কিনা স্বাস্থ্যের জন্য ভালো। কেননা জোরে জোরে বা শব্দ করে হাসলে আমাদের হৃদয়ও কিন্তু হাসে। আর হৃদয় হাসলে হৃদপি- বা হার্ট ভালো থাকে। এ তো গেল ডাক্তারের ভাষা, এছাড়াও হাসি নিয়ে যে কতশত কাব্যকথা আছে তাতো বলাই বাহুল্য। সেসব কথা আমরা কম বেশি সকলেই জানি।
হাসির যে কি শক্তি তা কিন্তু সহজেই অনুমেয়। ধরুন কারো উপর রেগে বা অভিমান করে আছি, যদি তার দেখা পাওয়া মাত্র মৃদু ভাবেও হেসে ফেলি তবেই কিন্তু মুহূর্তেই সব জট খুলে যায়। এক হাসিতেই বাজিমাত। কি অসাধারণ ক্ষমতা হাসির, কোন কথাও বলতে হয় না, যেন এক হাসিতেই লুকিয়ে ছিল হাজারো কথা। তবে হাসি কিন্তু প্রকৃত অর্থেই ভেতর থেকে বা মন থেকে হাসতে হয়। না হলে তার কোন উপকারিতা নেই। কেননা আরো অজস্র রকম হাসি আছে যে হাসিতে সততা বা উদারতা নেই। যে হাসিতে উপহাস, উগ্রতা, উষ্মা, শঠতা, ঘৃণা, রহস্য, এমন বহু বিপরীত কিছু প্রকাশ পায়। এ ধরনের হাসি থেকে নিজেকে বিরত রাখাই উত্তম। এমন হাসিতে নিজের বা অন্যের কোন উপকার নেই। যে হাসিতে মাধুর্য নেই, যে হাসি দুত্যি ছড়ায় না, সে হাসি সবার জন্য অলাভজনক। যে হাসি অন্যকে ভোগায় কিংবা কাঁদায় এমন হাসি হাসবো না। এটা অন্যায়।
আজকের সময় বা সমাজ নিয়ে আমাদের সবার সম্যক ধারণা আছে। এমন অস্থির সময় বা সমাজ কি আমাদের কাম্য? নিশ্চয়ই নয়। আজ পারস্পারিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সৌহার্দ্য, এসব না বাড়ালে বিপদ আর আশঙ্কা আমাদের পিছু ছাড়বে না। প্রেম-ভালোবাসা আর হাসি বিলিয়েই আজকের সমাজকে পরিশুদ্ধ করতে হবে। অন্যের ক্ষতি করে সাময়িক আর ক্ষুদ্র স্বার্থ হয়তো উদ্ধার হয় কিন্তু দিন শেষে এমন ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায় রোশে সমাজের ক্ষত হয়, ক্ষতি হয়।
তাই আসুন সবাই মন ও প্রাণ খুলে সত্যিকারেই হাসি। যে হাসি নিজের
পাশাপাশি অন্যকেও হাসাবে এবং আনন্দ দেবে। আর এমন আনন্দ উচ্ছাসেই ভাসবে চারদিক। হাসবে ভূবন, আমরা ভুলে যাব সব নেতিবাচকতা। ভালোবাসবো একে অপরকে। কাঁধে কাঁধ মিলিয়ে, সকল বিভাজন ভুলে হাসবো একসাথে। ঠিক এভাবেই কিন্তু হাসবে আমাদের চারপাশ, পুরো সমাজ, আর আমাদের সমস্ত পৃথিবী। লেখক: অভিনেতা।