
ছবি: সংগৃহীত
জ্যামাইকা মুসলিম সেন্টার জেএমসির ভবর সম্প্রসারণ কাজের উদ্বোধন হবে আগামী ২৭ এপ্রিল, রোববার সকাল ১১টায়। ৮৫-৩৭, ১৬৮ জেএমসি ওয়ের উপর অবস্থিত ভবনের সম্প্রসারণ কাজ শুরুর এ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হবে আনুমানিক তিন মিলিয়ন ডলার।
সাম্প্রতিক সময়ে জুমার নামাজ এবং রমজানে তারাবিসহ বিভিন্ন অনুষ্ঠানের সময় স্থান সংকুলান হচ্ছে না মুসল্লিদের। ফলে জেমসির মূল ভবনটির সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। সাধারণ মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা কমিটি গ্রহণ করেছে একটি সিদ্ধান্ত। মুসল্লিদের সম্মতিক্রমে উদ্যোগ নিয়েছে ভবনটি সম্প্রসারণের। এই সম্প্রসারণ হলে বর্তমান দ্বিতল ভবনটি চার তলায় উন্নিত করা হবে।
গত ১৪ এপ্রিল, সকালে জেএমসি কর্তৃপক্ষের সাথে ঠিকাদার প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় জেএমসি পরিচালনা কমিটি ও ট্রাস্টি বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পের প্রাথমিক কাজে আনুমানিক ৬ মাস এবং অঙ্গসজ্জাসহ পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হতে আরো ৬ মাস লাগতে পারে বলে জানান জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারি আফতাব মান্নান। সম্প্রসারণ কাজ চলাকালীন মুসল্লিগণ যাতে নির্বিঘেœ নামাজ আদায় করতে পারেন সে ব্যাপারে সবধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জেএমসির নতুন প্রকল্প বাস্তবায়িত হলে তৃতীয় ও চতুর্থ তলায় আরো ৫ হাজার ৬৫০ বর্গফুট আয়তন বাড়বে। ফলে বর্তমান ৯ হাজার ৮৪০বর্গফুট মিলে মোট আয়তন দাঁড়াবে ১৫ হাজার ৪৩৪ বর্গফুট।
বর্তমান দ্বিতীয় তলা থেকে হিফজ স্কুল তৃতীয় তলায় সরানো হলে সেখানে অতিরিক্ত আরো ১৮০জন মুসল্লির নামাজের স্থান সংকুলান হবে। এছাড়া প্রথম তলা থেকে অফিস স্টোরেজ সরালে আরো ৬০ জন মুসল্লির নামাজের জায়গা বাড়বে। বর্তমান ভবনের দুই রুমের মাঝের দেয়াল ভেঙ্গে মিম্বার নিয়ে আসা হবে মাঝামাঝি স্থানে। ইমামের অফিস স্থানান্তর করা হবে চতুর্থ তলায়।
১৯৯২ সালে বর্তমান ঠিকানার প্রাইভেট বাড়িটি ভেঙ্গে জেএমসির নতুন ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় জেএমসির নতুন ভবন। ১৯৯৭ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেএমসি ভবন তথা আল মামুর মসজিদ ভবনের ঘোষণা দেয়া হয়। ভবনটি নির্মাণে প্রায় এক মিলিয়ন ডলার খরচ হয়।
পরবর্তীতে ভবনটি দ্বিতল করা এবং পাশাপাশি আরো একটি প্রাইভেট হাউজ ক্রয় করে মসজিদ ভবনটির পরিধি বাড়ানো হয়। জ্যামাইকা মুসলিম সেন্টারে বিভিন্ন প্রকল্পঃ আল মামুর স্কুল, জামিয়া কোরানিয়া একাডেমি, উইকেন্ড ইসলামিক স্কুল, জেএমসি লাইব্রেরি, জেএমসি পরিচালনা কমিটি ইত্যাদি।