বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

১২ সদস্যের অধিকাংশই নতুন মুখ

বাংলাদেশ সোসাইটি’র  নতুন ট্রাস্টি বোর্ড গঠন

নিউইয়র্ক

প্রকাশিত: ১৫:৩২, ২৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশ সোসাইটি’র  নতুন ট্রাস্টি বোর্ড গঠন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র কার্যকরী পরিষদের সভায় নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদের কর্মকতাদের গোপন ভোটে ১২ জনকে নতুন বোর্ড গঠন করা হয়। সভায় সোসাইটির কার্যকরী পরিষদের ১৯ জন কর্মকর্তাই উপস্থিত ছিলেন।

ট্রাস্টি বোর্ডের নতুন সদস্যরা হলেন- আক্তার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আতরাউল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ নেওয়াজ, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল। এদের মধ্যে অধিকাংশই নতুন মুখ। 
সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান বকুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম ভুইয়া (রুমি), সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী খান লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), কার্যকরী সদস্য যথাক্রমে হারুন ও রশিদ ( চেয়ারম্যান), জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী,  আবুল কাশেম চৌধুরী, মুনসুর আহমদ ও হাছান খান উপস্থিত ছিলেন। 
সভার শুরুতে কর্মকর্তাদের মতামত চাওয়া হয় এবং সমঝোতার চেষ্টা করা হয়। এসময় ২৪ জনের নাম প্রস্তাব উঠে এবং ১২ জনকে মনোনিত করা হয়। নতুন ট্রাষ্টি বোর্ডের মেয়াদ কাল হবে ২০২৫ সালের  জুন  থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত। 
নতুন ট্রাস্টি কারা মনোনীত হলেন:
ফার্মসিস্ট আক্তার হোসেন, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি। 
বীর মুক্তিযোদ্ধা কাজী আজহারুল হক মিলন, বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি। তিনি একাধিকবার সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচিত সাবেক কর্মকর্তা। 
আজিমুর রহমান বোরহান সোসাইটির বিদায়ী ট্রাষ্টি বোর্ড সদস্য ছিলেন। একই পদে পুনরায় নির্বাচিত হলেন। তিনি বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র তিন তিনবারের নির্বাচিত সাবেক সভাপতি। 
আতরাউল আলম দেশের উত্তরবঙ্গের ১৬টি জেলার সমন্বয়ে গঠিত নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি। 
আব্দুর রহিম হাওলাদার বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি। এক সময় সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একাধিকবার নির্বাচিত সাবেক কর্মকর্তা। মুন্সিগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।
কমিউনিটি বোর্ড মেম্বার লায়ন শাহ নেওয়াজ প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী। শাহ নেওয়াজ গ্রুপের (গোল্ডেন এইজ হোম কেয়ার ইনক, এনওয়াই কার এন্ড লিমো সার্ভিসেস ইনক, এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকারেজ ইনক) কর্ণধার। সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও সম্পাদক। এছাড়াও তিনি ফোবানা’র চেয়ারম্যান, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সাবেক সভাপতি এবং বাংলাদেশ জ্যামাইকা এসোসিয়েশনের সভাপতি। 
ডা. এনামুল হক রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক ও উপদেষ্টা। 
জুনাইদ আহমেদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ অরগানাইজেশন অব আমেরিকা ইনক এর প্রতিষ্ঠাতা আহবায়ক। 
কাজী সাখাওয়াত হোসেন আজম ফোবানা’র এক্সিকিউটিভ সেক্রেটারি ও ফোবানা কনভেনশন ২০২৫ এর কনভেনর। প্রবাসী চট্টগ্রামবাসীদের বৃহৎ সামাজিক সংগঠন চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনক এর সাবেক সভাপতি। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এবং ইন্টারএষ্টেট বিএনপি’র সভাপতি। 
কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি। সাবেক যুগ্ম সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা এবং বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক সংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক। ব্যবসায় ফাতেমা গ্রুপ অফ কোম্পানির অন্যতম পরিচালক। 
কমিউনিটি বোর্ড মেম্বার আহসান হাবীব জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন (জেবিএ) এর অন্যতম সহ সভাপতি। নাঈম টুটুল মর্টগেজ ব্যাংকার ডেভেলপার।
 

শেয়ার করুন: