
ছবি - নবযুগ
জ্যামাইকার আল আকসা পার্টি হলে গত ২ ডিসেম্বর, শনিবার সন্ধায় অনুষ্ঠিত হলো এনবিসিএস বা নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক, বার্ষিক পারিবারিক পূণর্মিলন ও সাংস্কৃতিক পরিবেশনা।
এর আগে আশা হোমকেয়ার মিলনাতয়নে সোসাইটির বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ সালের কার্যকরি পরিষদ নির্বাচনের লক্ষে মোঃ মোমেন ভূঁইয়া, আজহার আলী খান ও সুজাউদ্দিন মোল্লাকে নিয়ে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। কমিশন পরবর্তী দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ নির্বাচন করে। নির্বাচিত কর্মকর্তা বৃন্দ হলেন,
সভাপতি: ডা. নাফিসুর রহমান, সিনিয়ার সহ সভাপতি: মাহবুব কবির,সহ সভাপতি: ডা. রেজাউল কবির, সাধারণ সম্পদক: মোহাম্মদ এইচ আলম টিটু, যুগ্ম সম্পাদক: মোঃ শানু, সাংগঠনিক সম্পাদকঃ সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক: আরিফ আহমেদ অর্ণব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদক: মনজুর কাদের, অর্থ সম্পাদক: মোঃ শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক: সাঈদা টি হাবীব, শিক্ষা সম্পাদক: সেলিনা শারমিন, প্রযুক্তি সম্পাদক: সাইফ খান এবং কার্যকরি সদস্য আশরাফুজ্জামান, আনোয়ার পারভেজ, রফিকুল ইসলাম, একেএম শামসুজ্জামান ও ফাতেমা খান।
এছাড়া ১০ সদস্য বিশিষ্ট পূণর্গঠিত উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ হলেন: মোহাম্মদ মোমেন ভূঁইয়া, মোঃ টি রহমান, আওকাত হোসেন খান, আজহার আলী খান, মোঃ আবদুল্লাহ, সুজাউদ্দিন মোল্লা, হানিফ মজুমদার, ড. তাজুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান ও রীনা সাহা।