
ফাইল ছবি
ব্রঙ্কসে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২ ডিসেম্বর স্থানীয় স্টারলিং এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলে ঝযধষড়স ঊাধহমবষরপধষ পযঁৎপয, ইবহমধষর ংড়ঁষ রিহহরহম পযঁৎপয এবং হৃদয়ে বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিপুল পরিমান শীত বস্ত্র বিতরণ করা হয় । এসময় আয়োজক সংগঠনগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীত বস্ত্র গ্রহণকারীরা এ ধরনের মানবিক আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতেও এধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।