
ফাইল ছবি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির ২০২৩-২০২৫ সেশনের অভিষেক অনুষ্ঠান। রবিবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি সাময়িকী প্রকাশ করা হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি মো. আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম ও অভিষেক অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব ইমরান আলী টিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লং আইল্যান্ড বোর্ড অফ রিয়েলটরস বোর্ড অফ ডিরেক্টর ও নিউইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরস ও স্টেট অ্যান্ড লোকাল পলিসি মেকার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটরস এর রব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা (ইন্ক) এর সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটি ইনক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জ্যামাইকা বাংলাদেশি ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, ডিষ্ট্রিক্ট ২৪ এর বোর্ড মেম্বার কমিনিউটি এক্টিভিষ্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র সাবেক সিনিয়র পাইলট ক্যাপটেন আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল আজাদ ভুইয়া রিজু, প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এড. নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক শাহ ফয়েজ উদ্দিন ফজলু, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক সাবেক সভাপতি ও সাময়িকী হৃদয়ে হবিগঞ্জের সম্পাদক মো. শফিউদ্দিন তালুকদার, নির্বাচন কমিশনার ও সাবেক লাখাই ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল মছব্বির, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মো. আছকির ও কমিনিউটি এক্টিভিষ্ট হাসান আলী।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিদায়ী কমিটির ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনার পর স্বাগত বক্ত্যব রাখেন অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব ইমরান আলী টিপু, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী কমিটির কোষাধক্ষ্য মো. আবুল কালাম আজাদ টিপু, প্রথম আলো সম্পাদক শেখ শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম, সংগঠনের বিদায়ী সভাপতি মো. আজদু মিয়া তালুকদার।
অভিষেক উপলক্ষে সাময়িকী হৃদয়ে হবিগঞ্জের মোড়ক উন্মোচন করেন সম্পাদক মো. শফিউদ্দিন তালুকদার, প্রধান অতিথি রব চৌধুরী ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান।
প্রধান নির্বাচন কমিশনার এড. নাসির উদ্দিন বলেন, গত ২৯ অক্টোবর সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্রে কয়েকটি সংশোধনী আনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য কার্যকরী পরিষদের ২৫ সদস্য থেকে ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি সংশোধনী করা হয় এবং ১৯ সদস্যের ঊর্ধ্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী কার্যকরী পরিষদের পদাধিকার বলে সদস্য বাধ্যতামূলক করা হয়।
নতুন গঠনতন্ত্র সংশোধনী সামনে রেখে আমরা নির্বাচন কমিশনারবৃন্দ হবিগঞ্জের বিশিষ্ট জনের মতামতের ভিত্তিতে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের ২০২৩-২০২৫ কমিটি মনোনীত করি। এরপরেই মাইকে একে একে নব নির্বাচিত কমিটির নাম হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির অগ্রযাত্রাকে আরো সামনে নিতে পুনরায় সভাপতি মো. আজদু মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিক, সহ-সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সাব্বির হোসেন, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক মো. আলী খান জুনেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, ক্রীড়া ও যুব সম্পাদক জহির আহমেদ রাহুল, সমাজকল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মো. আব্দুল গণি, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরিন, কার্যকরি সদস্য মো. সফি উদ্দিন তালুকদার, রেজাউল আজাদ ভুইয়া রিজু, মো. আব্দুল মান্নান সিকদার, সাইফুল আলম মিলন, আশফাকুল হক চৌধুরী, রাজিব চৌধুরী মনোনিত করা হয় ও পদাধিকার বলে কার্যকারী পরিষদের সদস্য বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম।
অভিষেক অনুষ্ঠানে নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এড. নাসির উদ্দিন। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) পুনরায় নির্বাচিত সভাপতি মো. আজদু মিয়া তালুকদার ও সভা পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিক। এসময় নব নির্বাচিত সভাপতি মো. আজদু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিক সংগঠনের দায়িত্ব পালনের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিক বিদায় সাধারণ সম্পাদক রোকন হাকিমকে বিদায়ী সাধারণ সম্পাদক বক্তব্য দিতে আহ্বান জানান এ সময় বিদায়ী সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন ২০২১ এবং ২০২৩ কার্যনির্বাহী কমিটিসহ সভাপতি এবং হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা মন্ডলীর সকলের সহযোগিতায় বিগত দুটি বছর হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতিকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। বন্যা দুর্গতদের জন্য ঘরসহ বিভিন্ন সহয়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধারা আরো জোরদার করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিশেষে বিদায়ী সাধারণ সম্পাদক বিগত দুটি বছর সমিতি পরিচালোনার জন্য হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি কার্যকরী পরিষদ উপদেষ্টামন্ডলী এবং হবিগঞ্জ জেলা কল্যাণ হবিগঞ্জের সকল সদস্য ও সদস্যাদের সহ সকল হবিগঞ্জ বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি সকল কাজকে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে হবিগঞ্জবাসীর তথা বাংলাদেশীদের কাছে পৌঁছে দিতে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দুটি বছর সমিতি চালাতে কোথায় ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে নতুন কার্যকারী কমিটির সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতির আশ্বাস দেন।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, সহ সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ টিপু এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, হেলাল উদ্দিন চৌধুরী, আব্দুল খালেক, মোস্তফা কামাল, ইকবাল হোসেন, মো. ছুরত আলী মাষ্টার, আবু আবদাল, নাহরীন মাল্টী সার্ভিসেস ইনক এর স্বত্বাধিকারী মোশারফ চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট জালাল চৌধুরী, সৈয়দ জুবায়ের আহমেদ, হবিগঞ্জ চেম্বারস অফ কমার্সের সাবেক সদস্য শামসুল হক, কমিউনিটি এক্টিভিষ্ট তামিম চৌধুরী প্রমূখ।