রোববার, ১১ মে ২০২৫

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

শাপলার নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

নবযুগ ডেস্ক 

প্রকাশিত: ০১:২৭, ২ ডিসেম্বর ২০২৩

শাপলার নতুন কার্যকরী পরিষদ ঘোষণা

ফাইল ছবি

শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস নিউইয়র্ক ইনকের ২০২৪-২৫ সেশনের কার্যকরী পরিষদে নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়েছে। পরিষদের ১৩টি পদের কোনোটিতেই একের অধিক প্রার্থী না থাকায় তাদের প্রত্যেককে স্ব স্ব পদে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে এ কার্যকরী পরিষদ গঠনের জন্য নির্বাচন আয়োজনে কমিটি ঘোষণা করে সংগঠনটি। মির এই জামালকে প্রধান করে গঠিত উক্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আমিনুল ইসলাম চৌধুরী ও মো. নওশেদ হোসেন। মঙ্গলবার নবান্ন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি নতুন এ কমিটিকে শপথ পাঠ করে নির্বাচন পরিচালনা করার জন্য অনুমতি প্রদান করেন। নির্বাচন কমিশনারগণ ৫ নভেম্বর গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনের তফসিল মোতাবেক ২১ নভেম্বর ওয়াযীম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে ১৩টি, নুরুল হাসানের নেতৃত্বে ১৩ টি মনোনয়নপত্র দাখিল করেন। ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো মনোনয়নপত্র প্রত্যাহার হয়নি। ফলে ২৭ নভেম্বর যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সভাপতি পদপ্রার্থী ওয়াযীম উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মো. রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আল-আমিন, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-অর্থ সম্পাদক বিমল চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ উদ্দিন, ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নুরুল হাসান, রহিম চৌধুরী, মো. এফ মিয়াজী। ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের প্রত্যেক পদের জন্য একজন করে প্রার্থীতার মনোনয়নপত্র দাখিল করেছে। যেহেতু কোনো পদেই একের অধিক প্রার্থী নেই তাই নির্বাচন কমিশন সকল প্রার্থীকে স্ব-স্ব পদে নির্বাচিত ঘোষণা করে। সেই সঙ্গে আগামী ২২শে ডিসেম্বরের ভোট গ্রহণের তারিখও প্রত্যাহার করা হয়।

শেয়ার করুন: