
ফাইল ছবি
ব্রঙ্কসে আগামী ১৯ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করবে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন। গত ২১ নভেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির নব নির্বাচিত সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নতুন কমিটির অভিষেক এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সহ সভাপতি মাকসুদা আহমেদকে আহবায়ক করে আট সদস্যের বিজয় দিবস উদযাপন ও অভিষেক অনুষ্ঠান পরিচালনা পরিষদ গঠিত হয়। উদযাপন পরিষদের অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক আশরাফ হোসেন, দুলাল রহমান, সদস্য সচিব শাহ কামাল উদ্দিন, রায়হান জামান রানা। সমন্বয়ক মোঃ লিয়াকত আলী, সহ সমন্বয়ক শাহ ইকবাল রাজু, সালমা সুমী।
সাংগঠনিক সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু, বিদায়ী সভাপতি আহবাব চৌধুরী খোকন, সহ-সভাপতি মাকসুদা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এমডি আলাউদ্দিন, সোহেল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, প্রচার ও গণসংযোগ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, কার্যনির্বাহী সদস্য চৌধুরী মোমিত তানিম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান।